৩১ ডিসেম্বরের মধ্যে শহীদ ও আহতদের তালিকা হবে : মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ
৩১ ডিসেম্বরের মধ্যে শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা করে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী (সিইও) মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। আজ রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটরিয়ামে জুলাই বিপ্লবে আহত ও শহীদ পরিবারের সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
স্নিগ্ধ বলেন, আমরা ইতোমধ্যে ঘোষণা করেছি, স্বাস্থ্য মন্ত্রণালয় ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে শহীদ ও আহতদের সম্পূর্ণ তালিকা প্রস্তুত করে তা জাতির সামনে তুলে ধরব। সেই ধারাবাহিকতায় আমরা কাজ করে যাচ্ছি। এটি প্রায় শেষের দিকে আছে। আমরা আশা করছি ৩১ ডিসেম্বরের মধ্যে পুরো দেশবাসীর কাছে এই আন্দোলনের প্রকৃত শহীদ ও আহতদের তালিকা প্রকাশ করতে পারব।
মীর স্নিগ্ধ আরও বলেন, ৩১ ডিসেম্বরের তালিকার পরও কেউ যদি বাদ পড়ে থাকে, সে চাইলে জুলাই স্মৃতি ফাউন্ডেশনে যোগাযোগ করে এবং স্থানীয় প্রশাসনের মাধ্যমে তাদের তালিকা আমাদের কাছে পাঠাতে পারবে।
এর আগে, ৩৩ জন আহতের মধ্যে এক লাখ টাকা করে মোট ৩৩ লাখ টাকা ও ৬ জন শহীদ পরিবারের মধ্যে পাঁচ লাখ টাকা করে ৩০ লাখ টাকার চেক দেওয়া হয়। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।