লুটপাটকারীরা দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, লুটপাটকারীরা সীমান্তের ওপার গিয়ে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
আজ সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে খুলনা শিল্পকলা একাডেমিতে বিভাগীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময়ের পর স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গত ১৫ বছর যারা লুটপাট করেছে, তারা সীমান্ত পাড়ি দিয়ে ওপারে গিয়ে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশে মো. জাহাঙ্গীর আলম বলেন, আগামীতে যারা ক্ষমতায় আসবেন তাদের এখন থেকে তেল দেওয়া শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু, যখন ক্ষমতায় আসবে, তখন তেল ফুরিয়ে যাবে। তেল দেওয়ার কারণে বাজারে তেল সংকট হয়েছে।
মতবিনিময় সভায় সভাপতিত্বে করেন খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক। বক্তব্য দেন আইজিপি বাহারুল আলম ও খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ আলম। এ সময় উপস্থিত ছিলেন—রিয়াল অ্যাডমিরাল গোলাম সাদেক, মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামানসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।