টাকা ধরতে গিয়ে পা পিছলে মেঘনায় পড়ে যান নারী লঞ্চযাত্রী
চাঁদপুর-ঢাকা নৌ রুটে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চ এমভি ঈগল-৩ লঞ্চে মাসুমা আক্তার (৪২) নামে এক নারী বাতাসে উড়ে যাওয়া টাকা ধরতে গিয়ে পা পিছলে মেঘনা নদীতে পড়ে যান। এই দৃশ্য স্থানীয়রা দেখলে নৌপুলিশ ওই নারীকে নদী থেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।
আজ সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম এস ইকবাল।
উদ্ধার হওয়া ওই নারী চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সাচনমেঘ গ্রামের মো. বারাকাত উল্লাহর স্ত্রী।
পুলিশ জানায়, সকাল সোয়া ৯টায় চাঁদপুর লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় এমভি ঈগল-৩। ওই লঞ্চেই ছিলেন যাত্রী মাসুমা আক্তার। লঞ্চটি সদর উপজেলার তরপুরচণ্ডী ইউনিয়নের আনন্দবাজার এলাকা অতিক্রম করার সময় ওই নারী তাঁর ভেনেটি ব্যাগ থেকে টাকা বের করলে ওই টাকা বাতাসে উড়ে যায়। ওই সময় তিনি টাকা ধরতে গিয়ে পা পিছলে লঞ্চ থেকে মেঘনা নদীতে পড়ে যান। ঘটনার সময় স্থানীয়রা এই দৃশ্য দেখে নৌপুলিশকে খবর দেয়। নৌপুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় ওই নারীকে জীবিত উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নৌথানার ওসি এ কে এম এস ইকবাল বলেন, উদ্ধার হওয়া ওই নারীকে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। তিনি স্বাভাবিক হলে তাঁর স্বামীর মোবাইল ফোনে বিষয়টি জানানো হয়। পরে ওই নারীর স্বামী থানায় উপস্থিত হলে তার জিম্মায় স্ত্রীকে সুস্থ অবস্থায় বুঝিয়ে দেওয়া হয়।