ফেনীতে ভুয়া সেনা সদস্য আটক
ফেনীতে মো. নাজমুল হাসান (২৫) নামে এক ভুয়া সেনা সদস্যকে আটক করেছে যৌথবাহিনী। গতকাল সোমবার (৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে মহিপাল সার্কিট হাউজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক নাজমুল হাসান চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার কাটাফুল গ্রামের বাসিন্দা।
সেনাবাহিনীর কর্মকর্তা লে. ফাতিন ইশতিয়াক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরেছি সার্কিট হাউজ রোড এলাকায় সেনা পোশাকে এক ব্যক্তি সন্দেহজনক ঘোরাফেরা করছে। এরপর ঐ এলাকায় যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। এসময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করলে সেনা পোশাক, কমব্যাট টাওজার, কমব্যাট ক্যাপ, সেনা পোশাক পরিহিত তিনটি পাসপোর্ট সাইজের ছবি, সেনাবাহিনীর চেতনা ও মূল্যবোধ সম্বলিত আইডি কার্ড, আনুমানিক ৪৫ জনের জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন পত্র, নাগরিগত্ব সনদ, সেনাবাহিনীর প্রচ্ছদের ছবি লাগানো মোবাইল ও সিম কার্ড পাওয়া যায়। তাকে রাতে ফেনী মডেল থানায হস্তান্তর করা হয়।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা জানান, ফেনীর মহিপালের সার্কিট রোড এলকা থেকে একটি ব্যাগসহ ভুয়া সেনা সদস্যকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।