নরসিংদীতে ছাত্রাবাস থেকে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নরসিংদীতে আবদুল কাদির মোল্লা সিটি কলেজের ছাত্রাবাস থেকে মিমতাজুল হাসান প্রতীক (১৮) নামে দ্বাদশ শ্রেণীর এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। কলেজের ছাত্রাবাস সিটি হাউস থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার (১১ ডিসেম্বর) রাতে নিহতের মরদেহটি হাসপাতালে আনার পর বিষয়টি জানাজানি হয়।
নিহত মিনতাজুল হাসান প্রতীক ময়মনসিংহের ধোবাউরা উপজেলার মাহমুদুল হাসান সোহাগের ছেলে। সে আবদুল কাদির মোল্লা সিটি কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী।
এদিকে শিক্ষার্থীর মৃত্যুর খবরের হাসপাতালে তথ্য ও ফুটেজ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের বাধা দেয় শিক্ষার্থীরা। ওই সময় সাংবাদিকদের মোবাইলফোন ও ক্যামেরা থেকে ফুটেজ ডিলিট করে ফেলে। এমনকি সংবাদ প্রকাশ করতে নিষেধ করা হয়। সংবাদ প্রকাশ করলে ভালো হবে না বলেও হুমকি দেয়।
সিটি হাউজ ছাত্রাবাসের সহকারী হোস্টেল সুপার নাদিম ইসলাম বলেন, প্রতীক প্রতিদিনের মতো সকালে কলেজে যায়। বিকেলে কলেজ ছুটির পর সে ছাত্রাবাসে এসে তার রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। পরে অন্য শিক্ষার্থীরা রুমের ফাঁক দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তারা আমাদের এসে জানালে আমরা দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
আবদুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ হেরেম উল্লাহ আহসান বলেন, আমরা ছাত্রের আত্মহত্যার খবর পেয়ে হাসপাতালে গিয়ে তাকে মৃত অবস্থায় পাই। পরে ছাত্রাবাসে গেলে তার বন্ধুরা বাবা মাকে লেখা একটি সান্ত্বনা দেওয়া চিরকুটসহ কয়েকটি চিরকুট আমাকে দেয়। আমি এগুলো পুলিশের কাছে হস্তান্তর করেছি। তার পরিবার এলে আলোচনা সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, ছাত্রাবাসে একজন শিক্ষার্থী আত্মহত্যার খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।