বিভিন্ন দাবিতে ফের অশান্ত হচ্ছে আশুলিয়ার শিল্পাঞ্চল
বেতন ১৫ শতাংশ বৃদ্ধি, অর্জিত ছুটির টাকা প্রতি মাসে পরিশোধ, নিম্নতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে ফের অশান্ত হয়ে উঠেছে শিল্পাঞ্চল আশুলিয়া। আজ বুধবার (১১ ডিসম্বর) সকাল থেকেই কর্মবিরতিতে নামেন শিল্পাঞ্চলের ১৩টি বৃহৎ শিল্প কারখানার শ্রমিকরা। অপরদিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সকাল দশটা নাগাদ ছুটি ঘোষণা করা হয় ছয়টি কারখানায়।
এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া বলেন, ‘শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে।’
শ্রমিকরা অভিযোগ করে বলেন, ‘যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, সেই তুলনায় আমাদের বেতন ও ভাতা বাড়েনি। তাই বাধ্য হয়েই আমরা আন্দোলনে নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’
শিল্প পুলিশ জানায়, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদের মালিকানাধীন হা-মীম গ্রুপের শ্রমিকরা গত তিন দিন ধরে কর্মবিরতি পালন করে আসছিলেন। তাদের দেখাদেখি ডেকো ডিজাইন, নিউ এইজ, ইথিক্যাল, নিট এশিয়া, এসব টোয়েন্টিওয়ানসহ ১৩টি কারখানার শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন।
শ্রমিকরা কারখানায় প্রবেশ করে হাজিরা দিয়েই শুরু করেন কর্মবিরতি। পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে উঠলে ছয়টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে অন্য কারখানাগুলোও বন্ধ ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন শিল্প মালিকরা।
পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) বলছে, নতুন করে উত্তেজনার কারণে সময়মতো পোশাক রপ্তানি ব্যাহত হচ্ছে। রপ্তানি আদেশ হারানোর শঙ্কাও করছেন তারা।
বাংলাদেশ গার্মেন্ট অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন জানান, কয়েকটি কারখানার শ্রমিকেরা বেতন ১৫ শতাংশ বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করছেন। এ ছাড়া তারা মজুরি বৃদ্ধিসহ কয়েকটি দাবিও জানিয়েছেন। মূলত শ্রমিকদের ১৮ দফা দাবির পরিপূর্ণ বাস্তবায়ন না হওয়ায় এমন পরিস্থিতির তৈরি হয়েছে।