বিএনপিকর্মী রফিক হত্যা মামলায় সাহতাবের ফের জামিন আবেদন
চট্টগ্রামের রাউজানের কদলপুর এলাকার বিএনপিকর্মী রফিক হত্যা মামলার আসামি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর অন্যতম সহযোগী সাহতাব উদ্দিন চৌধুরী ফের হাইকোর্টে জামিন আবেদন করেছেন।
আজ রোববার (১২ জানুয়ারি) বিচারপতি মোস্তাফিজুর রহমান ও বিচারপতি সগির হোসেনের বেঞ্চে আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যার্টনি জেনারেল আব্দুল করিম বলেন, ‘মামলাটি গত সপ্তাহে শুনানির জন্য আসে, আমরা সময় নিয়েছি। আজ ফের কার্যতালিকায় এসেছে।’
মামলার বিবরণে জানা যায়, আসামি সাহতাব উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ২০১৭ সালে স্থানীয় বিএনপিকর্মী মুহাম্মদ রফিককে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। এ ছাড়া ওই গ্রামের মিজানুর রহমান চৌধুরী নামের এক শিক্ষকের বাড়িতে হামলা, ভাঙচুর, হত্যার হুমকি দেওয়াসহ নানা ঘটনায় তিনটি মামলার আসামি সাহতাব।
চট্টগ্রামের রাউজানে আওয়ামী লীগের সাবেক এমপি এ বি এম ফজলে করিম চৌধুরীর অন্যতম সহযোগী ছিলেন সাহতাব। পট পরিবর্তনের পর গত ২৭ নভেম্বর রাতে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তারের পর রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, তার বিরুদ্ধে হত্যাসহ শিক্ষক পরিবারের মামলা আছে। তিনি একাধিক মামলার আসামি।