বিএনপিকর্মী রফিক হত্যা মামলা, সাহতাবের জামিন আবেদন ফেরত দিলেন হাইকোর্ট
চট্টগ্রামের চাঞ্চল্যকর রাউজানের কদলপুর এলাকার বিএনপিকর্মী রফিক হত্যা মামলার আসামি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর অন্যতম সহযোগী সাহতাব উদ্দিন চৌধুরীর জামিন আবেদন ফেরত দিয়েছেন হাইকোর্ট।
আজ রোববার (১২ জানুয়ারি) বিচারপতি মোস্তাফিজুর রহমান ও বিচারপতি সগির হোসেনের বেঞ্চে শুনানির জন্য এলে আদালত চাঞ্চল্যকর মামলাটি শুনানি করতে অপরাগতা প্রকাশ করেন। এ সময় আদালত জামিন আবেদনকারী আইনজীবীকে বলেন, বর্তমানে এই পরিবেশে এসব নিয়ে আমরা বিব্রত। আমরা কার্যতালিকা থেকে মামলাটি ডিলেট করে দিচ্ছি। পরে মামলাটি অন্য বেঞ্চে শুনানির জন্য আবেদন করে আসামিরা।
এ বিষয়ে সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল করিম এনটিভি অনলাইনকে বলেন, ‘মামলাটি খুবই স্পর্শকাতর বিবেচনায় আদালত শুনানি করতে বিব্রত প্রকাশ করে ফেরত দিয়েছেন।
জানা যায়, ইতোপূর্বে হাইকোর্টের অপর একটি বেঞ্চ মামলাটি শুনতে বিব্রত করে ফেরত দিয়েছিলেন।
মামলার বিবরণে জানা যায়, আসামি সাহতাব উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ২০১৭ সালে স্থানীয় বিএনপিকর্মী মুহাম্মদ রফিককে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। এ ছাড়া ওই গ্রামের মিজানুর রহমান চৌধুরী নামের এক শিক্ষকের বাড়িতে হামলা, ভাঙচুর, হত্যার হুমকি দেওয়াসহ নানা ঘটনায় তিনটি মামলার আসামি সাহতাব।
চট্টগ্রামের রাউজানে আওয়ামী লীগের সাবেক এমপি এ বি এম ফজলে করিম চৌধুরীর অন্যতম সহযোগী ছিলেন সাহতাব। পটপরিবর্তনের পর গত ২৭ নভেম্বর রাতে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তারের পর রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, তার বিরুদ্ধে হত্যাসহ শিক্ষক পরিবারের মামলা আছে। তিনি একাধিক মামলার আসামি।