যুক্তরাষ্ট্রের প্রাতরাশ আমন্ত্রণ নিয়ে বিভ্রান্তি, বিএনপির দুঃখ প্রকাশ
মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে সে দেশের সরকার বিএনপি নেতাদের আমন্ত্রণ জানিয়েছে বলে যে খবর বেরিয়েছে সেটাকে বিভ্রান্তি বলছে বিএনপি। এই বিভ্রান্তি দূর করতে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে দলটি।
রোববার (১২ জানুয়ারি) রাতে দলটির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘যদি কোনো ব্যক্তি, মিডিয়া সূত্রে প্রকাশিত সংবাদের বিভ্রান্তির কারণ সৃষ্টি করে থাকে তবে আমরা আন্তরিকভাবে দুঃখিত।’
এতে বলা হয়েছে, এই অনুষ্ঠানটি মার্কিন সরকার আয়োজন করে না। ১৯৫৩ সাল থেকে জাতীয় প্রার্থনা প্রাতঃরাশ অনুষ্ঠিত হয়ে আসছে।
অনুষ্ঠানের সহ-সভাপতি, কংগ্রেস সদস্য বেন ক্লাইন (রিপাবলিকান) ও কংগ্রেস সদস্য থমাস আর সুজি (ডেমোক্রেট) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিকভাবে এই আমন্ত্রণ জানিয়েছেন বলে দলটির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীও আমন্ত্রণ পেয়েছেন।