অর্ধশত পুলিশ সুপারসহ ৭৪ কর্মকর্তার বদলি
অধশত পুলিশ সুপারকে একযোগে বদলি করা হয়েছে। একই দিনে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ২৪ কর্মকর্তাকেও বদলি করা হয়েছে। আজ সোমবার (১৩ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
প্রজ্ঞাপনের একটিতে ১৯ ও আরেকটিতে ৩১ জন পুলিশ সুপার এবং অপর এক প্রজ্ঞাপনে ২৪ জন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়। বদলি হওয়া কর্মকর্তাদের ডিএমপি, পুলিশ হেডকোয়ার্টার, সিআইডি, এসবি, র্যাব, সিএমপি, পিবিআই, এপিবিএন, আরএমপি এবং বিএমপিসহ বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।
বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে আছেন—অতিরিক্ত পুলিশ সুপার গাজী রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার পংকজ দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজীব ফরহান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ নূর আলম পাটওয়ারী, অতিরিক্ত পুলিশ কমিশনার মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার আসমা আখতার, অতিরিক্ত পুলিশ মো. রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ লুৎপুল কবির চন্দন, অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আফজাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায়, অতিরিক্ত পুলিশ সুপার ফাহমিদা হক শেলী, অতিরিক্ত পুলিশ, মো. সুমন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার আমীনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুন নাহার, অতিরিক্ত পুলিশ সুপার নুরানী ফেরদৌস দিশা, শারমিন আক্তার, মোহাম্মদ বদিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার শাহনাজ বেগম, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার মো. মইনুল হক, মো. শাহজাহান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমদ, এএনএফ মারুফ আব্দুল্লাহ, মো. আব্দুল্লাহ আল ইয়াছিন, অতিরিক্ত পুলিশ সুপার সাদেক আহমেদ,অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার সাদিয়া আফরোজ, অতিরিক্ত পুলিশ সুপার মল্লিক আহসান উদ্দিন সামী, অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম রুহুল কুদ্দুস, অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মামুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার রাজীব কুমার দেব, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আজাদ রহমান প্রমুখ।