আনন্দমোহন কলেজে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় তদন্ত কমিটি
ময়মনসিংহে সরকারি আনন্দ মোহন কলেজে উদ্ভূত পরিস্থিতিতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কলেজ প্রশাসন। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন অধ্যক্ষ অধ্যাপক মো. আমান উল্লাহ। বেলা ২টা পর্যন্ত দীর্ঘ সময় বৈঠক শেষে একাডেমিক কাউন্সিলের সভায় সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি।
অধ্যক্ষ অধ্যাপক মো. আমান উল্লাহ বলেন, তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক খন্দকার রেজাউর রহমান, সদস্য করা হয়েছে সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রশিদুল আলম, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক শাহীন কবির, অর্থনীতি বিভাগের প্রভাষক সাইফুল ইসলামকে।
অধ্যক্ষ অধ্যাপক মো. আমান উল্লাহ আরও জানান, গত ১২ জানুয়ারি রোববার হোস্টেলে সিট নবায়ন নিয়ে হোস্টেল শিক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এরপর সেনাবাহিনী ও পুলিশ ক্যাম্পাসে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই দিন দুপুরে শিক্ষকদের সভা কক্ষে ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠকে বসেন হল স্টিয়ারিং কমিটির দায়িত্বে থাকা অধ্যাপক মো শহীদুল্লাহ্। পরে তিন হল থেকে নয় সদস্যের প্রতিনিধিদল সভা কক্ষে প্রবেশ করে বাদানুবাদে লিপ্ত হয়। সেই বাদানুবাদের পর হলে অবস্থানকারী কয়েকজন ছাত্রের নেতৃত্বে কিছু বহিরাগত ছাত্র লাঠিসোটা নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়ায় জড়িয়ে পড়ে। এ সময় পাঁচ ছাত্র আহত হন। উদ্ভুত পরিস্থিতিতে ছাত্রদের তিন হল অনির্দিষ্টকালের জন্য এবং ক্লাস তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এরপর গতকাল সোমবার বিকেল থেকে ছাত্ররা হল ছাড়ে। তবে কলেজের অনান্য কাজ চলমান রয়েছে।
আগামী বৃহস্পতিবার থেকে কলেজের একাডেমিক সব কার্যক্রম শুরু হবে বলেও জানান অধ্যক্ষ অধ্যাপক মো. আমান উল্লাহ।