ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় খালাস পেলেন বিএনপিনেতা দুলু
নাটোরে বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় সাত বছরের সাজা থেকে খালাস পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। একইসঙ্গে এ মামলা থেকে অব্যাহতি পেয়েছেন দলটির আরও ৬৭ নেতাকর্মী।
আজ বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক এ এফ এম মারুফ চৌধুরী এ রায় ঘোষণা করেন। এ সময় আদালতে রুহুল কুদ্দুস তালুকদার দুলু উপস্থিত না থাকলেও অন্যরা উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী শরিফুল হক মুক্তা।
শরিফুল হক মুক্তা জানান, ২০০৪ সালের ৬ ফেব্রুয়ারি নাটোরের নলডাঙ্গা উপজেলার রামশার কাজীপুর গ্রামে রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ভাতিজা সাব্বির আহমেদ গামাকে হত্যার জেরে ৭ ফেব্রুয়ারি সেখানকার আওয়ামী লীগ নেতাকর্মীদের ১৮টি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় আওয়ামী লীগনেতা আসাদুজ্জামান বাদী হয়ে একটি মামলা দায়ের করলে ২০০৭ সালের ২৬ জুলাই দুলুসহ ৬৮ জনকে তিনটি ধারায় সাত বছরের কারাদণ্ড দেন তৎকালীন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক। সাজার বিরুদ্ধে আপিল করা হলে দীর্ঘ শুনানি শেষে আজ বিচারক এ রায় দেন।