সুন্দরবন থেকে ৩০ কেজি হরিণের মাংস জব্দ
সুন্দরবনের ঘাগরামারী এলাকা থেকে ৩০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে। এসময় চোরা শিকারিদের প্রতিহত করতে ফাঁকা গুলি চালায় বন বিভাগ। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আজ বুধবার (১৫ জানুয়ারি) পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের (মোংলা) ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
সুরজিৎ চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে বনের ঘাগরামারী এলাকায় অভিযান চালায় বনবিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা। এসময় ওই এলাকা থেকে ৮-১০ জনের চোরা শিকারিকে ঘিরে ফেলেন তারা। পরে হরিণের মাংস ফেলে বনের গহীনে পালিয়ে যান চোরা শিকারির দল।
এদিকে ঘটনাস্থল থেকে চোরা শিকারিদের ফেলে যাওয়া ৩০ কেজি মাংস জব্দ করে ফেরার সময় পিছন থেকে বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালান ওই চোরা শিকারিরা। তখন ওই চোরা শিকারিদের প্রতিহত করতে এক রাউন্ড ফাঁকা গুলিও ছুড়েন বনবিভাগ। পরে চোরা শিকারিরা আবারও বনের অভ্যন্তরে পালিয়ে যায়।
বন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী বলেন, ৮-১০ জনের এ চোরা শিকারি দলের মধ্যে ৩ জনকে শনাক্ত করা গেছে। তারা হলো-শহীদুল ইসলাম, রাকিব হাওলাদার ও শফিক হাওলাদার। তাদের বাড়ি বন সংলগ্ন ঢাংমারীর এলাকার বিভিন্ন গ্রামে। তাদের বিরুদ্ধে বন আইনে খুলনা আদালতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।