প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর ৪৩ বছরপূর্তি উৎসব
‘সত্য-সুন্দরে জাগো জীবনের প্রত্যাশা’ এ প্রতিপাদ্যে নানা কর্মসূচিতে পালিত হয়েছে নেত্রকোনার ঐতিহ্যবাহী সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন প্রত্যাশার ৪৩ বছরপূর্তি উৎসব। জেলা শহরের উকিলপাড়ায় প্রত্যাশা ভবনে আজ বুধবার (১৫ জানুয়ারি) দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর সভাপতি মনির হোসেন বরুণ। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ওবায়দুল হক রিপন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু।
সন্ধ্যায় প্রত্যাশা ভবনে গুণীজন সংবর্ধনা ও উত্তম-মাসুম স্মৃতি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। এরপর প্রত্যাশা সাংস্কৃতিক একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সকালে জাতীয় সংগীত ও সাংগঠনিক সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন এবং ৪৩তম বছরপূর্তি উৎসব উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা মোজ্জামেল হক বাচ্চু।
পরে উকিলপাড়া থেকে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনসহ নারী.শিশু-কিশোরদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এ বছর গুণীজন হিসেবে সংবর্ধিত এবং সন্মমনাপত্র ও ক্রেস্ট পেয়েছেন প্রয়াত সংগীতশিল্পী ওস্তাদ গোপাল দত্ত এবং সাংবাদিক ও লেখক নাসিমা সুলতানা শফি।