জুলাই ঘোষণাপত্র : অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে সর্বদলীয় বৈঠক আজ
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) জুলাই আন্দোলনের ঘোষণাপত্র চূড়ান্তে সর্বদলীয় বৈঠক করবে।
গতকাল বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে ৭টার পর্যন্ত রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এ বৈঠক অনুষ্ঠিত হবে। ‘জাতীয় ঐকমত্যের’ ভিত্তিতে ‘জুলাই ঘোষণাপত্র’ চূড়ান্ত করা হবে।
গত মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘আশা করি বৃহস্পতিবার বৈঠকের ভেতর দিয়ে ঐকমত্যের ভিত্তিতে একটি দলিল প্রণীত হবে। কবে ঘোষণাপত্র জারি করা হবে এবং কীভাবে সরকার এতে ভূমিকা রাখবে তা সেদিনই জানানো হবে। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট এবং প্রত্যাশা ঘোষণাপত্রে প্রতিফলিত হবে। সবার মতামত ও ঐকমত্যের ভিত্তিতে ঘোষণাপত্র জারি করা হবে।’
এর আগে অন্তর্বর্তী সরকার জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাইয়ের অভ্যুত্থানের বিষয়ে একটি ঘোষণাপত্র তৈরির প্রক্রিয়া শুরু করে।
প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের তথ্য অনুসারে, এ ঘোষণাপত্র জুলাই বিপ্লবের মাধ্যমে তৈরি হওয়া জনগণের ঐক্যকে দৃঢ় করবে। এতে ফ্যাসিবাদবিরোধী চেতনা এবং রাষ্ট্রীয় সংস্কারের দাবি প্রতিফলিত হবে। ঘোষণাপত্রের খসড়ায় গণ-অভ্যুত্থানের নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ সব রাজনৈতিক দল ও শিক্ষার্থীদের মতামত অন্তর্ভুক্ত করা হবে।
এ ঘোষণাপত্র জুলাই অভ্যুত্থানের দৃষ্টিভঙ্গি, ঐক্যের ভিত্তি ও জনগণের আশা-আকাঙ্ক্ষাকে তুলে ধরবে বলে জানায় প্রেস উইং।
সরকার আশা করেছে, ঘোষণাপত্রটি সব অংশীদারদের সর্বসম্মতিক্রমে প্রস্তুত করা হবে এবং পরবর্তীতে তা জাতির কাছে উপস্থাপন করা হবে।