এনটিএমসি ও বিটিআরসির সকল তথ্য সংরক্ষণের নির্দেশ
ছাত্র-জনতার জুলাই-আগস্টের অভ্যুত্থান চলাকালীন এনটিএমসি ও বিটিআরসির কাছে থাকা সকল তথ্য (ডাটা) আলাদাভাবে অক্ষুণ্ন অবস্থায় সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল।
আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল আজ এসব আদেশ দেন।
ট্র্যাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিদের বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনালের তদন্ত সংস্থা আদেশ ছাড়াই যেকোনো ব্যক্তি ও কর্তৃপক্ষকে ডাকতে ও যেকোনো ডকুমেন্টস চাইতে পারার আইনি এখতিয়ার রাখেন। তবুও আজ ট্রাইব্যুনালে আবেদন করে আদেশ নিয়েছেন প্রসিকিউশন।
এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনালের তদন্ত সংস্থাকে তদন্ত কাজে সহযোগিতা করতে দেশের সকল মোবাইল অপারেটর ও ইন্টারনেট প্রোভাইডারদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, দৈনিক কালবেলা পত্রিকায় ৭৫ জনের সম্পদ বিবরণী ট্র্যাইব্যুনাল থেকে চাওয়া হয়েছে উল্লেখ করে আজ একটি সংবাদ প্রকাশিত হয়েছে।
তবে এ সংক্রান্ত কোনো আদেশ ট্রাইব্যুনাল থেকে দেওয়া হয়নি উল্লেখ করে সংবাদটির প্রতিবেদক আলী ইব্রাহিমকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে আগামী ২০ জানুয়ারি হাজির হতে স্বপ্রণোদিত নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল।