ট্রাফিক পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার ১১
লক্ষ্মীপুরে সিএনজিচালিত অটোরিকশাচালকদের হামলায় তিন ট্রাফিক পুলিশ আহতের ঘটনার মামলায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।
এর আগে গতকাল বুধবার রাতে ট্রাফিক পুলিশের উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন জুয়েল বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করেন। এতে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৭০ জনকে আসামি করা হয়।
গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন সোহেল হোসেন, সোহাগ হোসেন, জহির উদ্দিন, মহিউদ্দিন, ইছমাইল হোসেন, মোশারেফ হোসেন, জিয়াউর রহমান বাবু, শিপন হোসেন, বেলাল হোসেন, মিরাজ হোসেন ও কামাল মোল্লা।
গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। তারা পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ১১ জনকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সড়কে ফিটনেস ও লাইসেন্স বিহীন যানবাহনের বিরুদ্ধে সকাল থেকে ট্রাফিক পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় শহরের বাড়বাড়ি এলাকায় মেঘনা সড়কে কাগজপত্র না থাকায় কয়েকটি অটোরিকশা জব্দ করে ট্রাফিক পুলিশ। এ ঘটনার জের ধরে অটোরিকশাচালকরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। চালকদের এলোপাতাড়ি মারধরে ট্রাফিক পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সবুজ বড়ুয়া, কনস্টেবল ঝোটন ভট্টাচার্য ও মো. সুজন আহত হন। পরে তাঁদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অটোরিকশাচালকরা জড়ো হয়ে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কে বিক্ষোভ করে।