বিভিন্ন জেলায় তারুণ্যের উদ্যোক্তা মেলা
তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে বিভিন্ন জেলায় জেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্যের উদ্যোক্তা মেলা আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এ মেলা উদ্বোধন করা হয়। এনটিভির প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন :
ফজলে এলাহী, রাঙামাটি
দেশব্যাপী
তারুণ্যের উৎসবের অংশ হিসেবে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে শুরু হয়েছে ১০
দিনব্যাপী লোক ও কারুশিল্প মেলা। আজ বিকেলে শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুস শুক্কুর স্টেডিয়ামে মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।
এ সময় পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, সেনা রিজিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এরশাদ হোসেন চৌধুরীসহ জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। তরুণদের নতুনভাবে উজ্জীবিত করতে এবং পাহাড়ের কৃষ্টি-ঐতিহ্যকে দেশবাসীর কাছে তুলে ধরতে এই মেলা আয়োজন করা হয়েছে। মেলায় স্থানীয়দের জন্যও একটি বিনোদনের আবহ সৃষ্টি হয়েছে।
পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বলেন, মেলা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন জেলা পুলিশের পক্ষ থেকে তা গ্রহণ করা হয়েছে। মেলার নিরাপত্তায় সর্বদা পুলিশ নিয়োজিত থাকবে।
মেলায় আসা দর্শনার্থী শোভা চাকমা বলেন, রাঙামাটিতে বেশ অনেক বছর ধরে বড় কোনো মেলা হয়নি। এবার লম্বা সময়ের জন্য মেলা আয়োজন হওয়ায় আমরা খুব খুশি।
রশিদ আল মুনান, পিরোজপুর
পিরোজপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন সাত দিনব্যাপী মেলার আয়োজন করেছে। আজ বিকেলে টাউন ক্লাব মাঠে এ মেলার উদ্বোধন করা হয়।
ফিতা কেটে মেলা উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সেলিম হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
সাত দিনব্যাপী উদ্যোক্তা মেলায় মোট ৩২টি স্টল বরাদ্দ দেওয়া হয়। মেলার স্টলগুলোতে জেলার নতুন উদ্যোক্তারা তাঁদের তৈরি পণ্য ও বাহারি পিঠার পসরা সাজিয়ে বসেন।
উদ্বোধন শেষে মেলা প্রাঙ্গণে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলার আয়োজন করা হয়। লাঠি খেলা দেখতে এখানকার সাধারণ মানুষ ভিড় জমায়।