লড়াই এখনও শেষ হয়নি : ডা. শফিকুর রহমান
লড়াই এখনও শেষ হয়নি। সুষ্ঠু একটি নির্বাচন আদায় করার জন্য লড়াই চালিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় জেলা ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে আয়োজিত এক পথ সভায় এ মন্তব্য করেন ডা. শফিকুর রহমান। আগামীকাল চুয়াডাঙ্গায় জামায়াত অয়োজিত সমাবেশে যোগদানের পথে এ পথ সভায় বক্তব্য দেন তিনি।
জামায়াতে ইসলামীর আমির বলেন, আগামী জাতীয় নির্বাচনে কালো টাকার মালিক আর পেশি শক্তিকে প্রতিহত করা হবে। সাড়ে ১৫ বছর দেশের মানুষকে শান্তিতে থাকতে দেয়নি। এখনও শান্তিতে থাকতে দিচ্ছে না। ছাত্রজনতার ঐক্য সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে। ঐক্যবদ্ধভাবে আগামীতে সব ষড়যন্ত্র ব্যর্থ করব ইনশা আল্লাহ।
হাজার হাজার আলেম হত্যা করেছে ফ্যাসিস্ট হাসিনা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, শেষ পর্যন্ত বাংলাদেশ তাদের কবুল করল না।
জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্রজনতার ভূমিকার প্রশংসা করে জামায়াতের আমির বলেন, তারা (শেখ হাসিনা) বাংলাদেশ ছেড়ে পালাল।
জামায়াতের এই শীর্ষ নেতা আরও বলেন ফ্যাসিস্ট তো গেল এখন বাংলাদেশের কী হবে? এখনতো চাঁদাবাজি বন্ধ হয় না! ফুটপাত দখলমুক্ত হয় না! এসব বন্ধ করতে হবে। আমরা সব জায়গাতে ন্যায়বিচার চাই। আমরা বৈষম্য চাই না। দুর্নীতি চাই না চাঁদাবাজিও চাই না। দখলদারি চাই না,সাম্যের বাংলাদেশ চাই।
যুব সমাজের উদ্দেশ্যে এই জামায়াতনেতা বলেন তোমরা বুকের রক্ত দিয়ে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছ। আমরাও বুকের তাজা রক্ত দিয়ে তোমাদের দাবি পূরণ করব ইনশা আল্লাহ। কথা দিচ্ছি আমরা চাঁদবাজি করব না কাউকে চাদাঁবাজি করতে দেব না। আগামীতে শিক্ষা ব্যবস্থা আরও উন্নত করা হবে। একটি সভ্য কর্মমুখী জাতি গঠনের জন্য শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন দরকার। যেন পাস করার পর পরই কর্ম পায় শিক্ষার্থীরা।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিকে ইঙ্গিত করে শফিকুর রহমান বলেন, পেশি শক্তি যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে তার জন্য এখন থেকে হাত মজবুত করতে হবে। বলে দিতে হবে আমারা মানুষ, আমরা সাধারণ কোনো প্রাণি নই যে টাকার কাছে বিক্রি হবো। আগামীতে ভালো মানুষদের আমাদের দেশের শাসন ব্যবস্থায় দেখতে চাই।
উপস্থিত জনতার উদ্দেশে জামায়াতের এই শীর্ষনেতা বলেন, আগামীতে জনগণ দায়িত্ব দিলে আমরা দেশের সেবক হবো।
পথসভা ঘিরে বিকেল থেকে বিভিন্ন অঞ্চল থেকে ব্যানার-ফেস্টুন নিয়ে দলীয় নেতা কর্মীরা স্থানীয় পায়রা চত্বরে জোড় হতে থাকেন। পথসভাটি জনসভায় রূপ নেয়। সন্ধ্যা ৭টায় সভাস্থলে আসেন জামায়াতের কেন্দ্রীয় আমির ডাঃ শফিকুর রহমান। টানা কুড়ি মিনিট বক্তব্য দেন তিনি।
ঝিনাইদহ জেলা জামায়াতের আমির অধ্যাপক আলি আজম মো. আবুবক্করের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন অধ্যাপক মতিউর রহমান, জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি অধ্যাপক হাবিবুর রহমানসহ বিভিন্ন উপজেলার নেতারা।