ঘোষণাপত্র নিয়ে সব রাজনৈতিক দল একমত : নাসীরুদ্দীন পাটওয়ারী
জুলাই ঘোষণাপত্র নিয়ে সব রাজনৈতিক দল ঐকমত্য পোষণ করেছেন বলে জানান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় সভা শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী এসব কথা বলেন।
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বলেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে অতিদ্রুত সময়ের মধ্যে কিছু পর্যালোচনাসহ প্রকাশ হবে। এরমধ্যে কিছু দৃষ্টিভঙ্গিগত ও শাব্দিক চয়নে সকলের আলোচনার প্রয়োজন। সেটার জন্য রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার কাছে সময় চেয়েছেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দলগুলো সময়ক্ষেপণের বিষয়ে লক্ষ রাখতে বলেছেন। যাতে কালবিলম্বও না হয় আবার যেন দ্রুতগতিতেও না হয়; মাঝামাঝি সময়ে ঐকমত্যে পৌঁছে সুন্দর একটি জিনিস প্রকাশ করতে পারি।
বাংলাদেশ গণতান্ত্রিক পথে উত্তরণ হতে এ দলিল ছাড়া সম্ভব নয় বলে মনে করেন নাসিরুদ্দীন।
আলটিমেটাম দিয়েছেন কিনা এমন প্রশ্নে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা সকলেই একটা পারস্পরিক সম্পর্কের মধ্যে রয়েছি। আলটিমেটামের কথা এসেছিল কিন্তু নির্দিষ্ট করে আলটিমেটাম হয়নি। তবে এটা সম্মত হয়েছি দেরিও নয়, আবার তাড়াহুড়ো নয়, খুব দ্রুত সময়ের মধ্যে পর্যবেক্ষণ নিয়ে প্রকাশ করা হবে।