নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্যের ওপর ভ্যাট পর্যালোচনা করছে সরকার : অর্থ উপদেষ্টা
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সাধারণ মানুষের ওপর প্রভাব ফেলে এমন কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্য, ওষুধ ও রেস্তোরাঁর মতো খাতে সম্প্রতি বৃদ্ধি করা ভ্যাটের হার পর্যালোচনা করছে সরকার।
সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে সভাপতিত্ব শেষে আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, ‘সরকার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি), ফোন, আমদানি করা বিদেশি জুসের মতো কিছু পণ্যের ওপর ভ্যাট বৃদ্ধি করেছে। যা খুব বেশি লোক কেনে না এবং এগুলোর তেমন প্রভাব পড়ে না। তা সত্ত্বেও, সরকার আজ পর্যালোচনা ও কিছু পণ্যের ওপর বিষয়টি পুনর্বিবেচনা করছে। চূড়ান্ত হওয়ার পরে এটি জনসমক্ষে প্রকাশ করা হবে।’
ড. সালেউদ্দিন বলেন, ভ্যাটের কারণে মূল্যের ওপর কিছুটা প্রভাব পড়েছে। তবে, সামগ্রিকভাবে এটি সরবরাহ ব্যবস্থায় কারসাজির কারণে হয়েছে।
অর্থ উপদেষ্টা আরও বলেন, ‘আমরা ওষুধ, রেস্তোরাঁর মতো কিছু প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি অন্যান্য জিনিসের ওপর ভ্যাট আবার পর্যালোচনা করব। সামগ্রিকভাবে সাধারণ মানুষের ওপর প্রভাব ফেলতে পারে এমন মৌলিক প্রয়োজনীয় জিনিসের ওপর ভ্যাটের বিষয়টি পুনর্বিবেচনা করা হবে।’