গোপালগঞ্জে খেজুরের রস খেতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের
গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের হিরণ্যকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দিপু দাস (১৫), বিশাল নাগ (১৬) ও হৃদয় মৃধা (১৬)। বিশাল নাগ ও হৃদয় মৃধা অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং দীপক দাস নির্মাণ শ্রমিক।
দুর্ঘটনার বিষয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, খেজুরের রস খাওয়ার উদ্দেশে একটি মোটরসাইকেলে করে পার্শ্ববর্তী জেলা ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কালিনগরে এলাকায় যাচ্ছিলেন তারা। সকাল ছয়টার দিকে হিরণ্যকান্দি এলাকায় পৌঁছালে খুলনাগামী অজ্ঞাত একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দিপু এবং বিশালের ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হৃদয়কে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আবেদনের প্রেক্ষিতে নিহতদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান মাকসুদুর রহমান।