জয়পুরহাটে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন
জয়পুরহাটের বিভিন্ন পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানি নেসকোর প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে জেলা নাগরিক অধিকার রক্ষা আন্দোলন।
আজ শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে শহরের কেন্দ্রীয় মসজিদ মার্কেটের শহীদ বিশাল চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় অভিযোগ করা হয়, গ্রাহকের ইচ্ছার বিরুদ্ধে এসব প্রিপেইড মিটার স্থাপন করা হয়েছে।
জেলা নাগরিক অধিকার রক্ষা আন্দোলনের আহ্বায়ক তারেক হাসান সাগরের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন- সংগঠনের সদস্য সচিব নাজমুল হোসাইন, সদস্য আব্দুল রকিব, প্রভাষক আব্দুল আলিম, সরোয়ার জাহান মিলন, আবু তাহের, নুর মোহাম্মদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, জয়পুরহাটে অবিলম্বে ফ্যাসিস্ট হাসিনা সরকারের প্রবর্তিত এ প্রকল্প বাতিলসহ প্রিপেইড মিটার সংযোগ বন্ধ করে নাগরিক সুবিধা নিশ্চিত করতে হবে।
দাবি মানা না হলে নেসকোর অফিস ঘেরাও করার হুঁশিয়ারিও দেন বক্তারা।