গণতন্ত্রের ভিত শক্তিশালী করার পূর্বশর্ত নির্বাচন : এ্যানি
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার পূর্বশর্ত নির্বাচন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
আজ শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় লক্ষ্মীপুরে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এ মন্তব্য করেন।
সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়ন কৃষক দলের ব্যানারে চৌপল্লী কালিদাস উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, নির্বাচন না হওয়া পর্যন্ত দেশে স্থিতিশীলতা আসবে না। গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার পূর্বশর্ত হলো নির্বাচন। হাসিনার আমলে গণতন্ত্রের আগে তারা উন্নয়ন নিয়ে ব্যবসা করছে, লুটপাট করেছে। আমরা জনগণের প্রতিনিধিত্বশীল গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার জন্য সবচেয়ে বেশি নজর দিচ্ছি।
এ্যানি আরও বলেন, জনগণের যিনি সরকার হবেন তিনি পাঁচ বছরের জন্য দায়িত্ব নিয়ে থাকবেন। দেশে একটা স্থিতিশীলতা থাকবে। এই স্থিতিশীলতা ব্যবসা, সমৃদ্ধশীল অর্থনীতি, আইনশৃঙ্খলার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন। দেশে স্থিতিশীলতার জন্য জনগণের নির্বাচিত সরকার খুব বেশি প্রয়োজন। এজন্য দ্রুতসময়ের মধ্যে একটি নির্বাচন দিতে হবে।
এ্যানি আরও বলেন, তারেক রহমান বলেছেন, আমরা এককভাবে দেশ শাসন করব না। এক ব্যক্তির শাসনে দেশে ফ্যাসিবাদ ও কর্তৃত্ববাদ সৃষ্টি হয়েছে। এখান থেকে বের হয়ে আসতে হবে। তারেক রহমান নতুন করে বাংলাদেশে দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছেন। এতে সাধারণভাবে নিম্ন কক্ষে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা থাকবে এবং উচ্চকক্ষে একটি টিম থাকবে শ্রেণিভিত্তিক। যার মাধ্যমে ক্ষমতার ভারসাম্য রক্ষা হবে। ক্ষমতার এই ভারসাম্যের নতুন ফরমুলা দেশে তারেক রহমান নিয়ে এসেছেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আরও বলেন, জিয়াউর রহমান জাতীয়তাবাদী রাজনীতি দিয়ে আমাদের স্বনির্ভরতা দিয়েছেন। খালেদা জিয়া আমাদের সংসদীয় পদ্ধতি দিয়েছেন। তারেক রহমান আমাদের দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট, সুশাসন ও নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় আমার আপনার কথার ক্ষমতার ভারসাম্য দেওয়ার জন্য কাজ করছেন।
সবার জন্য সরকার, বিএনপির জন্য একক কোনো সরকার থাকবে না মন্তব্য করে এ্যানি বলেন, সবার সমর্থন ও প্রতিনিধি নিয়ে নতুন শাসন ব্যবস্থা হবে। এজন্য তারেক রহমান দেশের মানুষের কাছে দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছেন।
উত্তর জয়পুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক খালেদ হোসেন সেলিমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভুঁইয়া।
প্রধান বক্তা ছিলেন কৃষকদলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ।
সমাবেশে আরও বক্তব্য দেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, জেলা শ্রমিক দলের সভাপতি এম এ হাশেম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা কৃষক দলের সভাপতি মাহবুব আলম মামুন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল।