দেশপ্রেমিক দাবির আগে জামায়াতকে ক্ষমা চাইতে হবে : হাফিজ ইব্রাহিম
জামায়াতকে উদ্দেশ্য করে কেন্দ্রীয় বিএনপির সদস্য, সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম বলেছেন, তারা আলবদর, রাজাকার ও আল শামস সৃষ্টি করেছে। অথচ তাঁরা (জামায়াত) নিজেদেরকে দেশপ্রেমিক দল দাবি করে। এই দাবির আগে নিজেদেরকে ক্ষমা চাইতে হবে।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে ভোলার বোরহানউদ্দিন উপজেলার পৌর বিএনপি আয়োজিত প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হাফিজ ইব্রাহিম এসব কথা বলেন। পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলী আকবর পিন্টু সমাবেশে সভাপতিত্ব করেন।
সমাবেশে হাফিজ ইব্রাহিম আরও বলেন, আমরা বলছি যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন দিন। কারণ একটি নির্বাচিত সরকারের সঙ্গে বিশ্বের অন্যসব দেশ কাজ করতে আগ্রহী থাকে। অথচ কেউ কেউ বলতে চায় ইউনিয়ন পরিষদ, পৌরসভার নির্বাচন আগে হোক। এটা একদিনের কাজ নয়। মূলত সময় নষ্ট করতে চায় তাঁরা। সংসদ নির্বাচনগুলো একদিনেই করা সম্ভব। বিগত দিনে আওয়ামী লীগ সবই ধ্বংস করেছে। এগুলোকে সঠিক পথে আনতে হলে নির্বাচিত সরকার আসতে হবে।
সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম জামায়াতে ইসলামীর বর্তমান আমির সম্পর্কে মোবাইলের লেখা ও ভিডিও বের করে দেখিয়ে উপস্থিত সাংবাদিকদের বলেন, আমিরের নিজের মুখের বক্তব্য তিনি ১৯৭০ সালে ছাত্রলীগের কর্মী ছিলেন ও পোস্টার লিখতেন। আজকের তিনি জামায়াতে ইসলামীর আমির। এখন তিনি কী বলছেন, এই জামায়াতে ইসলামী এবং সেনাবাহিনী একমাত্র দেশ প্রেমিক।
পৌর বিএনপি আয়োজিত প্রতিনিধি সমাবেশে বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নেতা-কর্মীরা বিভিন্ন ধরনের আওয়ামী লীগের অত্যাচার নির্যাতনের ঘটনা তুলে ধরেন বলেন, দলের মাঝে হাইব্রিড ও দালাল ঢুকে পড়েছে। যারা আওয়ামী লীগ আমলে সুযোগ-সুবিধা নিয়েছে এখন আবার বিএনপিতে এসেছে। তাদের বিরুদ্ধে সচেতন থাকার জন্য মাঠ পর্যায়ের নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছি।
সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা মহিলা দলের সভানেত্রী খালেদা খানম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির, সহ-সভাপতি ফাইজুল ইসলাম, আ.রব হাওলাদার, যুগ্ম সম্পাদক সাহাবুদ্দিন বাচ্চু, পৌর মহিলা দলের আহ্বায়ক মাছুমা আক্তার, সদস্য সচিব শিরিন আক্তার, পৌর যুবদলের আহ্বায়ক হেলালউদ্দিন মুন্সী, যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম, সদস্য সচিব আবু জাফর মৃধা, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল মাতাব্বর, সদস্য সচিব ফাহিম আহম্মেদ, পৌর শ্রমিক দলের আহ্বায়ক বাবুল হাওলাদার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক প্রমুখ।