স্বৈরাচারের দোসররা দেশে বিশৃঙ্খলা করছে : সেলিমা রহমান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে। কিন্তু তার দোসররা এখনও দেশে বিশৃঙ্খলা করছে। এদেরকে প্রতিহত করে দেশকে মুক্ত করতে হবে। সবাইকে এজন্য সজাগ দৃষ্টি রাখতে হবে।
শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে বরিশাল জেলার হিজলা উপজেলা পরিষদ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় সেলিমা রহমান এসব কথা বলেন।
রাষ্ট্রকাঠামো মেরামতে তারেক রহমান ৩১ দফা জনসাধারণের মাঝে তুলে ধরতে হিজলা উপজেলা বিএনপির উদ্যোগে এই জনসমাবেশের আয়োজন করা হয়েছে।
সমাবেশের সেলিমা রহমান বলেন, বিএনপি দেশ ও জনগণের অধিকার আদায়ের দল। এই দল দেশের প্রত্যেকটি নাগরিকের সমান অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। তাই দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে নিতে তারেক রহমান ৩১ দফা উত্থাপন করেছেন। বিএনপির এই দফাগুলো বাস্তবায়ন হলেই দেশের মানুষ তার সব নাগরিক অধিকার ফিরে পাবে। হিজলা উপজেলা বিএনপির সভাপতি আবদুল গাফফার তালুকদারের সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা ছিলেন, বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ।
এসময় আরও বক্তৃতা দেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ ও এমদাদুল হক চান, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন, কেন্দ্রীয় যুবদল নেতা আবুল খায়ের খালেক হাওলাদার প্রমুখ। সভা পরিচালনা করেন হিজলা যুবদলের আহ্বায়ক রিমন দেওয়ান ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সজল খান।