ফ্রিল্যান্সারদের জন্য পেপাল চালুর উদ্যোগ নিয়েছে সরকার : আইসিটি সচিব
অন্তর্বর্তী সরকার ফ্রিল্যান্সারদের অর্থ সহজে পাওয়ার জন্য বাংলাদেশে পেপাল চালুর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। একই সঙ্গে আগামী বাজেটে তথ্য প্রযুক্তি খাতে আমদানি করা যন্ত্রপাতির শুল্ক কমানোর লক্ষ্যে এনবিআর চেয়ারম্যানের সঙ্গে আলোচনার আশ্বাসও দেন তিনি।
আজ শনিবার (১৮ জানুয়ারি) চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) ও সোসাইটি অব চিটাগাং আইটি প্রফেশনালসের (এসসিআইটিপি) যৌথ আয়োজনে তিন দিনব্যাপী ষষ্ঠ চট্টগ্রাম আইটি ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইসিটি সচিব একথা বলেন।
স্থানীয় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।
শীষ হায়দার চৌধুরী বলেন, বাংলাদেশের অর্থনীতিতে প্রাইভেট সেক্টর ও ইন্ডাস্ট্রিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি ভূমিকা রাখছে তথ্য প্রযুক্তি খাতও। তাই দেশের অর্থনীতির আকার বাড়াতে তথ্য প্রযুক্তি খাতে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন ও দক্ষতা উন্নয়নের ওপর কাজ করছে আইসিটি বিভাগ। এজন্য একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যে সমন্বয় করে এখাতের উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয়গুলোর সহযোগিতায় ইনোভেশন হাব ও আইসিটি পার্ক নির্মাণ করা হয়েছে। এ ছাড়া ব্যক্তিগত তথ্য সুরক্ষা এবং সাইবার সিকিউরিটি নিশ্চিত করার জন্য কাজ করছে আইসিটি বিভাগ।
চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও চিটাগাং চেম্বারের প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব মোহাম্মদ সাইফুল হাসান, চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, এসসিআইটিপি সভাপতি আবদুল্লাহ ফরিদসহ আরও অনেকে।