সমুদ্রে গোসলে নেমে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর
কক্সবাজার সমুদ্র সৈকতের সি-গার্ল পয়েন্টে গোসল করতে নেমে ভেসে যায় তিন বন্ধু। সেখান থেকে দুজনকে জীবিত উদ্ধার করা গেলেও তৌনিক মকবুল নামের একজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃত তৌনিক মকবুল (২৩) ঢাকার শ্যামলীর আদাবর এলাকার নুরুল আমিনের ছেলে। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
তৌনিকের বন্ধু সাদমান সাকিব জানান, তিন বন্ধু গতকাল মঙ্গলবার কক্সবাজারে বেড়াতে আসে। আজ বুধবার দুপুরে সৈকতের সি-গার্ল পয়েন্টে গোসল করতে নামলে তিনজনই সাগরের তীব্র ঢেউয়ের তোড়ে ভেসে যান। তাৎক্ষণিক ভাবে লাইফ গার্ডের সদস্যরা সাদমানসহ দুইজনকে উদ্ধার করতে সক্ষম হয়। লাইফগার্ডের সদস্যরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর তৌনিককে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মুরাদ ইসলাম। তিনি বলেন, ‘নিখোঁজের খবর পেয়ে সৈকতকর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তৌনিক নামে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।’