বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশ হবে ইতিহাসে স্মরণীয় : মশিউর
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মশিউর রহমান বলেছেন, ‘আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ হবে ইতিহাসে স্মরণীয়। যা আগে কখনও এ দেশের মানুষ দেখেনি। প্রস্তুতি হিসেবে বিভাগীয় গণসমাবেশগুলো চলছে। তারই অংশ হিসেবে ১৫ অক্টোবর ময়মনসিংহ বিভাগীয় গণসমাবেশের আয়োজন করা হয়েছে।’
গতকাল মঙ্গলবার বিকেলে ১৫ অক্টোবরের ময়মনসিংহ বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষ্যে শহরের জেলা বিএনপির কার্যালয়ে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে মশিউর রহমান এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সব বাধা উপেক্ষা করে সমাবেশ সফল করতে হবে। ইতোমধ্যে আমাদের পাঁচ ভাই নিহত হয়েছেন। আমরা যদি বিভাগীয় গণসমাবেশ সফল না করি, তাহলে পাঁচ ভাইয়ের রক্তের সঙ্গে বেঈমানি করা হবে।’
মশিউর রহমান বলেন, ‘আপনারা কীভাবে যাবেন সেটা আপনাদের বিষয়। আপনারা বিরাট উপস্থিতি নিয়ে সমাবেশে যোগ দেবেন এটাই আমার প্রত্যাশা।’
জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন। সভায় জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।