আন্তর্জাতিক ব্যবসা খাতে বাংলাদেশের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে : এফবিসিসিআই সভাপতি
দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই)-এর সভাপতি জসিম উদ্দিন বলেছেন, অদূর ভবিষ্যতে আন্তর্জাতিক ব্যবসা খাতে বাংলাদেশের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। তবে, একই সঙ্গে তিনি শঙ্কা প্রকাশ করে জানান—জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর ব্যবসায়ীদের অগ্রযাত্রায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
নারায়ণগঞ্জ ক্লাব চত্বরে গতকাল শনিবার রাতে এফবিসিসিআই’র নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সংবর্ধনা অনুষ্ঠানে এফবিসিসিআই’র সভাপতি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজক ছিল বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স। বিকেএমইএ’র সভাপতি সংসদ সদস্য সেলিম ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিকেএমইএ’র সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হাতেম, এফবিসিসিআই’র সাবেক পরিচালক মোহাম্মদ আলী ও প্রবীর কুমার সাহা।
সাংসদ সেলিম ওসমান বলেন, করোনা মহামারিতে ১৬ মাস পোশাক শিল্পের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রধানমন্ত্রীর সহযোগিতায় এই শিল্প এখন ঘুরে দাঁড়ানোর পথে।