এবার সিআইপি হলেন যাঁরা
দেশের রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ১৭৬ জন ব্যবসায়ীকে ২০১৮ সালের বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি-রপ্তানি) নির্বাচিত করেছে সরকার।
গতকাল বুধবার নির্বাচিত ১৭৬ জন সিআইপি ব্যবসায়ীর তালিকার গেজেট প্রকাশ করা হয়েছে। এর আগে বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
এনটিভি অনলাইনের পাঠকদের জন্য যাঁরা সিআইপি নির্বাচিত হয়েছেন, তাঁদের নামের তালিকা তুলে দেওয়া হলো-
পণ্য রপ্তানিতে ১৩৮ জন, তাঁরা হলেন-
দ্বীপ নীটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. জাহাঙ্গীর আলম, পপুলার জুটের এমডি হাসান আহমেদ, আকিজ জুটের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন, রহমান জুট স্পীনার্স (প্রা:) লিমিটেডের এমডি মো. ফজলুর রহমান, ট্রপিক্যা সু ইন্ড্রাস্ট্রিজ গ্রুপের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান, বে ফুটওয়্যার লিমিটেডের এমডি জিয়াউর রহমান, পিকার্ড বাংলাদেশে লিমিটেডের এমডি মোহাম্মদ সায়ফুল ইসলাম।
এ ছাড়া, মোহাম্মদ নাজমুল হাসান, মো. হেদায়েত উল্লাহ, জয়নাল আবেদিন মজুমদার, ইকবাল আহমেদ ওবিই ডিবিএ, শ্যামল দাস, মো. শাহিন হাওলাদার, এস এম মিজানুর রহমান, মো. মেহেদী হাসান, মো. তৌহিদুর রহমান, মাসুদ পারভেজ, শরীফ জহির, মোহাম্মদ ইসমাইল হোসেন, ইনামুল হক খান, মিরান আলী, আহাসান কবির খান, তানভির আহমেদ, মুস্তাজিরুল শোভন ইসলাম, মো. আবুল কাশেম, মো. আলী আজিম খান, মো. রেফায়েত উল্লাহ খান, মো. খসরু চৌধুরী, ওয়াসিম রহমান, মো. সিদ্দিকুর রহমান, মুজিবুর রহমান, এম সাজ্জাদ আলম, হুমায়ুন রশিদ, এ কে আজাদ, আবদুস সালাম মুর্শেদী, মো. আতিকুল ইসলাম, লুৎফি মাওলা আইয়ুব, মো. আজিজুল ইসলাম, সেঁজুতি দৌলাহ, নুরুল ইসলাম, মোহাম্মদ মনসুর, গোবিন্দ চন্দ্র সাহা, ওমর ফারুক, হারুন অর রশিদ, ড. শেখ আব্দুল কাদের, মো. রফিকুল ইসলাম লিটন, মো. এনামুল হাসান খান, অঞ্জন চৌধুরী, আব্দুল মোতালেব, আহসান খান চৌধুরী, মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া, সুব্রত পাল, স্যামুয়েল এস চৌধুরী, নাজমুল হাসান, সফিকুল আলম সেলিম, মো. তৌহিদ বিন আব্দুস সালাম, মো. বেলাল হোসেন, বার্ধা গীতি বাড়ৈ, আবু আলম চৌধুরী, মোহাম্মদ আব্দুল্লাহ জাবের, মাসুদ দাউদ আকবানী, আব্দুল্লাহ মোহাম্মদ তালহা, গাওহার সিরাজ জামিল, মো. গোলাম মুস্তফা, ফকির আখতারুজ্জামান, অহিদুল হক আসলাম সানী, মো. সামসুল আলম, অমল পোদ্দার, মাসুদুজ্জামান, নাবিল উদ দৌলাহ, মোখলেছুর রহমান, নাজীম উদ্দিন আহমেদ, সৈয়দ এ কে আনোয়ারুজ্জামান, মহিউদ্দিন ফারুকী, মো. আসাদুল ইসলাম, কে এম রেজাউল হাসানাত, প্রীতি পোদ্দার, মো. জুবায়ের মণ্ডল, মশিউর রহমান চমক, মো. মফিজুল ইসলাম, আব্দুল কাদির মোল্লা, মো. কামাল উদ্দিন, উত্তম কুমার সাহা, এ এস এম কামরুল আহসান, শফিকুল ইসলাম সরকার, কানিজ ফাতেমা রীমা, মো. লুৎফর রহমান, আসিফ মঈন, মোহাম্মদ সালমান, মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরী. মো. মোস্তফা-ই-জামান, রাকিবুল কবির, নাফিস সিকদার, মো. শামসুজ্জামান, আলহাজ খলিলুর রহমান, এম মহিউদ্দিন চৌধুরী, শাহারিয়ার আহমেদ, বেগম সুলতানা জাহান, আহমেদ জাহান, আহমেদ আরিফ বিল্লাহ, এ বি এম সামছুদ্দিন, মো. শামীম রেজা, মো. জাহাঙ্গীর আলম খান, সৈয়দ মুহাম্মদ ফারুকী হাসান, মো. জামির হোসেন, রথীন্দ্রনাথ পাল, জসিম উদ্দীন, কুতুব উদ্দিন আহমেদ, সাখাওয়াত হোসেন, মো. মোজাফফর হোসেন, আব্দুল্লাহ মোহাম্মদ জুবায়ের, মোহাম্মদ আব্দুর রহিম, এ এস এম মহিউদ্দিন মোনেম, নাভিদুল হক, বেগম রত্না পাত্র, মোহাম্মদ আলী খোকন, মীর নাসির হোসেন, আব্দুল মমিন মণ্ডল, রফিকুল ইসলাম খান, মিজ কানিজ ফাতেমা জেরিন, মো. রবিউল আলম, কামাল উদ্দিন আহমেদ, রানা শফিউল্লাহ. সৈয়দ সিরাজুল ইসলাম, মো. মনির হোসেন, আব্দুছ ছামাদ মোহাম্মদ রফিকুল ইসলাম, আমীর আলী হুসাইন, গাজী আবুল কাশেম, ব্রিগেডিয়ার জেনারেল এস এইচ তাওহীদ, ফিরোজ আলম, চৈতন্য কুমার দে, মো. আইন উদ্দিন, সৌমেন্দু বসু, মো. বাদশা মিয়া, নুর-ই-ইয়াছমিন ফাতেমা, সালাউদ্দিন আলমগীর, মো. তানভীর খান, মো. ওমর ফারুক, মো. মোজহারুল।
ট্রেডে মোট ৩৮ জন
ক্যাটাগরি ‘ক’ ভুক্ত চেম্বার গ্রুপ হতে নির্বাচিত এফবিসিসিআই পরিচালক ১০ জন হলেন-
শেখ ফজলে ফাহিম, মিসেস হাসিনা নেওয়াজ, মো. নিজাম উদ্দিন, দিলীপ কুমার আগারওয়ালা, মো. আনোয়ার সাদাত সরকার, মো. রেজাউল করিম রেজনু, গাজী গোলাম আশরিয়া, তারাবাকুল তোসাদ্দেক হোসেন খান টিটু, মো. কোহিনুর ইসলাম, মো. আতাউর রহমান ভূঁইয়া।
ক্যাটাগরি ‘খ’ ভুক্ত অ্যাসোসিয়শনের গ্রুপ হতে নির্বাচিত এফবিসিআই পরিচালকের মধ্যে ১২ জন-
মো. মুনতাকিম আশরাফ, মীর নিজাম উদ্দিন আহমেদ, মো. শফিকুল ইসলাম ভরসা, মিসেস শমী কায়সার, রাশেদুল হোসেন চৌধুরী, সাফকাত হায়দার, ড. কাজী এরতেজা হোসেন, আমজাদ হোসেন, নিজাম উদ্দিন রাজেশ, হারুন-অর রশীদ, এস এম জাহাঙ্গীর হোসেন, মো: আবুল আয়েছ খান।
ক্যাটাগরি ‘গ’ ভুক্ত চেম্বারসমূহ হতে নির্বাচিত এফবিসিআই-এর সাতজন-
মিসেস প্রীতি চক্রবর্তী, মাহবুবুল আলম, এ কে এম আফতাব উল ইসলাম, নাজ ফারহানা আহমেদ, আমিনুল হক, গোলাম মঈনুদ্দিন, মো. মনিরুজ্জামান।
ক্যাটাগরি ‘ঘ’ ভুক্ত অ্যাসোসিয়েশন হতে নির্বাচিত এফবিসিসিআই পরিচালক নয়জন-
মো. নজরুল ইসলাম মজুমদার, ড. মোহাম্মদ ফারুক, শামীম আহসান, এস এম শফিউজ্জামান, বেরায়েত হোসেন, শেখ কবির হোসেন, মো. ইউসুফ আশরাফ, তপন চৌধুরী, আলমগীর শামসুল আলামিন কাজল।
নির্বাচিত সিআইপিরা এক বছর পর্যন্ত বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা ভোগ করবেন। সিআইপি কার্ডের মেয়াদকালীন বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের জন্য প্রবেশপত্র গাড়ির স্টিকার পাবেন।
এ ছাড়া বিভিন্ন জাতীয় অনুষ্ঠান ও মিউনিসিপ্যাল আয়োজিত নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ পাবেন। সিআইপি কার্ডধারীরা ব্যবসা সংক্রান্ত ভ্রমণে বিমান, রেল, সড়ক ও জলপথে সরকারি যানবাহনে আসন সংরক্ষণের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
সিআইপির ব্যবসা সংক্রান্ত কাজে বিদেশ ভ্রমণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভিসাপ্রাপ্তির জন্য সংশ্লিষ্ট দূতাবাসকে উদ্দেশ্য করে ‘লেটার অব ইন্ট্রুডাকশন’ ইস্যু করবে।
সিআইপিরা বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ-২ ব্যবহারের সুবিধা পাবেন। সিআইপি ব্যক্তিদের স্ত্রী, পুত্র, কন্যা ও নিজের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে কেবিন সুবিধার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।