চড়া মাছের বাজার, মুরগি-ডিমের দাম কমেছে
রাজধানীতে মুরগি ও ডিমের দাম কিছুটা কমেছে। তবে সব ধরনের মাছ চড়া দামে বিক্রি হচ্ছে।
আজ শুক্রবার রাজধানীর কাওরানবাজার, মিরপুর, পল্লবী, টিকাটুলি, যাত্রাবাড়ী, রামপুরাসহ বিভিন্ন এলাকার বাজার ঘুরে এ তথ্য জানা গেছে। রাজধানীর বিভিন্ন বাজারে ব্যবসায়ীরা ব্রয়লার মুরগির কেজি বিক্রি করছেন ১৭০ টাকা দর। গত সপ্তাহে ছিল ১৮০।
ব্রয়লার মুরগির পাশাপাশি সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ৩৪০ টাকা দরে। গত সপ্তাহে ছিল ৩৫০ টাকা। লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ২৩০ টাকা কেজি দরে। অপরদিকে, ডিমের ডজন বিক্রি হচ্ছে ১১০ থেকে ১১৫ টাকা।
কাওরানবাজারে মুরগি ব্যবসায়ী সবুর খাঁ বলেন, রাজধানীর বাজারে ব্রয়লার মুরগির আমদানি এখন বাড়ছে। এ ছাড়া খামারেও এখন বিক্রি যোগ্য ব্রয়লার মুরগি রয়েছে। এসব কারণে মুরগীর দাম কমের দিকে।
যাত্রাবাড়ীতে ব্যবসায়ী হোসেন বলেন, এখন মুরগির দাম কমের দিকে। তবে যদি পরিবহণ ধর্মঘট বাড়তে থাকে, তাহলে মুরগির চাহিদা তৈরি হবে। সেইসঙ্গে আগের মতো দামে বিক্রি হবে।
সবজির বাজার
রাজধানীর সবজির বাজারে দেখা গেছে, গাজর কেজিপ্রতি ১৬০ টাকা, টমেটো ১৬০ টাকা, শিম ১৩০ টাকা, ঢ্যাঁড়স ৮০ টাকায় বিক্রি হচ্ছে। অপরদিকে, পটলের কেজি ৫০ টাকা, বরবটি ৭০ টাকা, ফুলকপি প্রতি পিস ৫০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা বিক্রি হচ্ছে।
এ ছাড়া ঝিঙের কেজি ৫০ টাকা, মুলার কেজি ৫০ টাকা, করলা ৮০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা,কাঁচকলার হালি ৩৫ টাকা, লাল শাকের আঁটি ১৫ টাকা, মুলা শাকের আঁটি ১৫ টাকা বিক্রি হচ্ছে।
মাছের বাজার
রুই মাছের কেজি ৩৫০ টাকা, শিং মাছ ৩৫০ টাকা, শোল মাছ কেজি ৬০০ টাকা, তেলাপিয়া ও পাঙাস ১৭০ টাকা, ইলিশ প্রতি কেজি এক হাজার থেকে এক হাজার ২০০ টাকা(সাইজ ভিত্তিক), নলা মাছ ২০০ টাকা এবং চিংড়ি ৬৫০ টাকা কেজি।