পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ সীমা ক্রয়মূল্যে গণনার নির্দেশ
বাজার মূল্যের পরিবর্তে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকের বিনিয়োগ সীমা (এক্সপোজার লিমিট) গণনার পদ্ধতি ক্রয়মূল্যে করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
আজ বৃহস্পতিবার ব্যাংকগুলোর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন বিভাগের পরিচালক আব্দুল মান্নান স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।
এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মতিপত্র দেওয়ার দুই দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত নিল। যা অবিলম্বে কার্যকর হবে। আর এ সিদ্ধান্ত পুঁজিবাজারের জন্য সুফল বয়ে আনবে বলে আশা করা হচ্ছে।