ব্যাংকে লেনদেন দুপুর আড়াইটা পর্যন্ত
নভেল করোনাভাইরাসের সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপার ভিশন বিভাগের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম ১ আগস্ট ও ৪ আগস্ট ব্যাংক বন্ধ রাখার একটি প্রজ্ঞাপন জারি করেন। সেই প্রজ্ঞাপনের পর গতকাল রোববার (১ আগস্ট) ব্যাংক বন্ধ ছিল। আজ সোমবার ব্যাংকের কার্যক্রম শুরু হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ব্যাংকের লেনদেন চলবে।
এ ছাড়া, আগামীকাল ৩ আগস্ট এবং ৫ আগস্টেও ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য ব্যাংক খোলা রাখা যাবে বিকেল ৪টা পর্যন্ত। আগামী বুধবার (৪ আগস্ট) ব্যাংক বন্ধ থাকবে।