সাধারণ মানুষের বাজেট নিয়ে ভাবা উচিত : ড. মঈন খান
দেশের ৮০ ভাগই সাধারণ মানুষ। তাদের জন্যই বাজেট কেমন করা হবে, সেটা ভাবা উচিত বলে মন্তব্য করেছেন সাবেক পরিকল্পনামন্ত্রী ও বিএনপি নেতা ড. আব্দুল মঈন খান।
আজ শনিবার রাতে দর্শকনন্দিত বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর যৌথ উদ্যোগে বিশেষ অনুষ্ঠান ‘কেমন বাজেট চাই’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. মঈন বলেন, আসলে পার্লামেন্টে টার্ম আছে, তা সাপ্লিমেন্টারি। এখানে কার জন্য বাজেট, সেটা যদি স্পষ্ট না করি; তাহলে কেমন বাজেট চাই, তা অর্থপূর্ণ হয় না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, সবার মধ্যে আগ্রহ থাকে কেমন বাজেট হবে।
ড. মঈন বলেন, বাজেটের সময় এলে সবাই উৎসুক থাকে। ধনীরা জানতে চায় মার্চেটিজ গাড়ির ট্যাক্স বাড়বে কি না। আর যারা গ্রামে থাকে তারা জানতে চায় পেঁয়াজ ও নিত্যপণ্যের দাম বাড়বে কি না ? আমাদের সবার জন্য বাজেট করতে হবে।
তিনি বলেন, এই দেশে দারিদ্র্যসীমার নিচে, মধ্যম আয় ৮০ ভাগ অন্যদিকে উচ্চবিত্ত শতকার ৫ থেকে ১০ ভাগ। আমাদের ৮০ ভাগ সাধারণ জনগণের চিন্তা করতে হবে। তাদের জন্য কেমন বাজেট হবে, সেটা মুখ্য বিষয়।
ড. মঈন আরও বলেন, সাধারণ মানুষের জন্য বাজেট যেন জুলুম না হয়। ব্যবসায়ী যারা আছে এবং উৎপাদন যারা করছেন, তাদেরকেই শুধু বলবো না, আপনারা শুধু ট্যাক্স দেন। বাজেট একটি ব্যালেন্সিং বিষয়।