১০০ টাকায় সয়াবিন, ৫৫ টাকায় ডাল মিলবে ২৯ জুলাই পর্যন্ত
কোভিড-১৯ পরিস্থিতিতে সরকারঘোষিত কঠোর লকডাউন চলাকালে এবং পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জরুরি সেবা হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ (টিসিবি) ভর্তুকি মূল্যে চিনি, মশুর ডাল এবং সয়াবিন তেল বিক্রয় শুরু করেছে।
আজ বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুল লতিফ বকসী এই তথ্য জানিয়েছেন।
গত সোমবার থেকে শুরু হয়ে আগামী ২৯ জুলাই পর্যন্ত এ বিক্রয় কার্যক্রম চালু থাকবে। গত তিনদিনে ৭৬৪ মেট্রিক টন চিনি, ৪৭৫ মেট্রিক টন মশুর ডাল এবং ১১ লাখ ৮৩ হাজার ৩৭৮ লিটার সোয়াবিন তেল ভর্তুকি মূল্যে বিক্রয় করা হয়েছে।
পবিত্র ঈদুল আজহার ছুটি ছাড়া প্রতিদিন এ বিক্রয় কার্যক্রম চলবে। ঢাকা মহানগরসহ দেশে সব জেলা ও উপজেলার জনবহুল ও গুরুত্বপূর্ণ স্থানে টিসিবির ডিলারদের মাধ্যমে ভ্রাম্যমাণ ট্রাকে এসব পণ্য বিক্রি করা হচ্ছে। এখানে চিনি ৫৫ টাকা দরে ভোক্তা প্রতি দুই-চার কেজি, মশুর ডাল ৫৫ টাকা দরে দুই কেজি এবং পেট বোতলজাত সয়াবিন তেল ১০০ টাকা দরে দুই-পাঁচ লিটার ভর্তুকি মূল্যে ভোক্তাদের কাছে বিক্রয় করা হচ্ছে।
৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে প্রতিদিন প্রতি ট্রাকে ৫০০ থেকে ৮০০ কেজি চিনি, ৩০০ থেকে ৬০০ কেজি মশুর ডাল এবং ৮০০ থেকে এক হাজার ২০০ লিটার সয়াবিন তেল বরাদ্দ রাখা হয়েছে।