জিএসপি ফিন্যান্সের ৫৫% বোনাস লভ্যাংশ ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান জিএসপি ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য ৫৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে ঘোষণা দিয়েছেন। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, গত ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৮ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২ টাকা ৭৭ পয়সা। তবে এ সময়ে শেয়ারপ্রতি তারল্যপ্রবাহ কম রয়েছে ৬ টাকা ৫০ পয়সা।
আগামী ২৩ ফেব্রুয়ারি রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনিুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট ৫ ফেব্রুয়ারি।
এদিকে লভ্যাংশ ঘোষণা করলেও আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর কমেছে ৩ দশমিক ৭৭ শতাংশ বা ১ টাকা ২০ পয়সা। দিনভর দর ৩০ টাকা ৪০ পয়সা থেকে ৩৩ টাকা ৯০ পয়সার মধ্যে ওঠানামা করে। সর্বশেষ লেনদেন হয় ৩০ টাকা ৬০ পয়সায়, সমন্বয় শেষে দাঁড়ায় ৩০ টাকা ৭০ পয়সা। এ দিন দুই হাজার ৬১৯ বারে কোম্পানিটির ২৮ লাখ ৭৭ হাজার ২৯৮টি শেয়ার লেনদেন হয়।
২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১২ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ওই হিসাব বছরে এর কর-পরবর্তী নিট মুনাফা হয় ৯ কোটি তিন লাখ টাকা, ইপিএস ১ টাকা ৫০ পয়সা ও শেয়ারপ্রতি এনএভি ২৩ টাকা ৭২ পয়সা।
২০১২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ ৬৭ কোটি ৫০ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ ৪৫ কোটি ৪৯ লাখ টাকা।