বাজেট
অনলাইনে বেচাকেনায়ও থাকছে কর
প্রস্তাবিত বাজেটে অনলাইনে বেচাকেনার ওপর চার শতাংশ মূল্য সংযোজন কর প্রস্তাব করা হয়েছে।
অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তৃতায় বলেন, ‘অনলাইনে পণ্য এবং সেবার বিক্রয় বা সরবরাহ কার্যক্রম বর্তমানে একটি স্বীকৃত জনপ্রিয় ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এ ক্ষেত্রে বর্তমানে মূল্য সংযোজন কর অব্যাহতি না থাকলেও এই সেবা খাতের সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা মূসক ব্যবস্থায় বর্তমানে নেই। এ ধরনের কার্যক্রমকে মূসকের আওতায় সুনির্দিষ্ট করার লক্ষ্যে এর ব্যাখ্যা নির্ধারণসহ ৪ শতাংশ হারে মূসক আরোপের প্রস্তাব করছি।’
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় ২০১৫-১৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট পাঠ শুরু করেন অর্থমন্ত্রী। টানা সপ্তমবারের মতো বাজেট উপস্থাপন করছেন তিনি।
এর আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সভা দুই লাখ ৯৫ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেটে অনুমতি দেয়। এর পরই অর্থমন্ত্রীকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী সংসদ কক্ষে প্রবেশ করেন। রীতি অনুযায়ী অর্থমন্ত্রী জাতীয় সংসদের স্পিকারের কাছে বাজেট উত্থাপনের জন্য অনুমতি চান। স্পিকারের অনুমতির পর পরই অর্থমন্ত্রী বাজেট পাঠ শুরু করেন।
এবারের বাজেট হবে আওয়ামী লীগ সরকারের ১৬তম। আওয়ামী লীগ সরকারের হয়ে অর্থমন্ত্রী এর আগে ছয়বার বাজেট পেশ করেছেন।
অর্থমন্ত্রী এরই মধ্যে আগামী অর্থবছরে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ২ থেকে ৭ দশমিক ৩ শতাংশ নির্ধারণের ইঙ্গিত দিয়েছেন।