বাজেট
দাম কমতে পারে
এবারের প্রস্তাবিত বাজেট অনুযায়ী কিছু কৃষিজাত পণ্যসহ টেক্সটাইল পণ্যের দাম কমতে পারে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থ বছরের বাজেট পেশ করেন।
প্রস্তাবিত বাজেট অনুযায়ী পেঁয়াজ আমদানির ওপর কাস্টম শুল্ক শূন্য করায় আমদানি করা পেঁয়াজের দাম কমতে পারে। সৌর বিদ্যুৎ ও এ কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশের ওপর শুল্কহার কমানোর কারণে দাম কমতে পারে। ওষুধ শিল্পের কাচাঁমালের শুল্ক কমানো হয়েছে। তাই ওষুধের দাম কমার সম্ভাবনা রয়েছে।
urgentPhoto
ওভেন ফেব্রিক্স, নিট ফেব্রিক্স ও টেক্সটাইল ফেব্রিক্সসহ কাপড় জাতীয় পণ্যের ওপর সম্পূরক শুল্ক ১০ শতাংশ কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে। যে কারণে এসব পণ্যের দাম কমতে পারে।
এ ছাড়া আমদানি করা ওভারকোট, স্যুট, ব্লেজার, ট্রাউজারের দাম কমতে পারে। এ সব খাতে ১৫ শতাংশ সম্পূরক শুল্ক কমিয়ে ৪৫ শতাংশ করা হয়েছে। এ ছাড়া মেয়েদের বিভিন্ন আমদানি করা পণ্যের দামও কমতে পারে।
তথ্যপ্রযুক্তি এবং টেলিযোগাযোগ খাতের বিভিন্ন যন্ত্রাংশ আমদানিতে মূল্য সংযোজন কর অব্যাহতি দেওয়া হয়েছে। কমতে পারে তরল গ্লুকোজ ও সাদা চকলেটের দাম। ১০ শতাংশ কমিয়ে শুল্ক করা হয়েছে ২০ শতাংশ। ১৫ শতাংশ করে শুল্ক কমানো হয়েছে মিষ্টি বিস্কুট, টোস্ট ও কিছু চকলেটের।
প্লাস্টিকের তৈরি দরজা-জানালা, বাস্ক, কেইস, ফ্লাস্ক এবং বোতল জাতীয় পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক কমিয়ে ৪৫ শতাংশ করা হয়েছে। তাই এসব পণ্যের দাম কমতে পারে।
স্যানিটারি প্যাড, ন্যাপকিন, বাচ্চাদের প্যাড এবং এ জাতীয় পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক কমানো হয়েছে। তাই এসব পণ্যের দাম কমতে পারে।
উৎপাদিত গাড়ি ও টায়ারের ওপর কর অবকাশ সুবিধা দেওয়ায় এসব পণ্যের দাম কমতে পারে।