বাজেট
গুরুত্ব পেল হেপাটাইটিস সি
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রস্তাবিত বাজেটে গুরুত্ব পেয়েছে হেপাটাইটিস সি ভাইরাসজনিত জটিল রোগ। এ রোগের ওষুধের ওপর মূল্য সংযোজন কর (মূসক) অব্যাহতি দেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
লিভার ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, দেশের প্রতি ১০০ জনের তিনজন যকৃতের (লিভার) এ অসুখে ভুগছে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী নিজেই বলেছেন, এ রোগের চিকিৎসা ব্যয়বহুল।
অর্থমন্ত্রী তাঁর বাজেট প্রস্তাবনায় বলেছেন, ‘হেপাটাইটিস-সি ভাইরাসজনিত জটিল রোগের প্রাদুর্ভাব লক্ষণীয় পর্যায়ে দৃশ্যমান। এ রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল।’ তিনি আরো বলেন, ‘দেশের জনগণের এ চিকিৎসা ব্যয় হ্রাসের লক্ষ্যে লিভার সংক্রান্ত জটিল রোগের ওষুধের ওপর উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে মূসক অব্যাহতির প্রস্তাব করছি।’
লিভার ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, আক্রান্ত হওয়ার পাঁচ থেকে ১০ বছর পর্যন্ত এ রোগের কোনো লক্ষণই প্রকাশ পায় না।
গত বছরের তুলনায় এ বছর স্বাস্থ্য ও পরিবারকল্যাণ খাতে বরাদ্দ বেড়েছে। এ বছর এ খাতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ১২ হাজার ৭২৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন, গত বছর যা ছিল ১১ হাজার ১৪৬ কোটি টাকা। সে হিসেবে এ বছর এক হাজার ৫৮০ কোটি টাকা বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।