বাজেটে আয়ের লক্ষ্যমাত্রা বাস্তবসম্মত নয় : দেবপ্রিয়
এবারের বাজেটে বিভিন্ন খাতে আয়ের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা বাস্তবসম্মত নয় বলে জানিয়েছেন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানিত ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দেবপ্রিয় ভট্টাচার্য এনটিভি বলেন, ‘বাজেট ছোট, বড় হয়েছে, উচ্চাভিলাসী হয়েছে এগুলো আমরা একবারও বলছি না। আমরা যা বলছি এই বাজেট প্রয়োজন। কিন্তু এর অর্থায়নের জন্য আপনি কোনো বাস্তবসম্মত কর্মপরিকল্পনা দিচ্ছেন না এবং যেই লক্ষ্যমাত্রাগুলো নির্ধারণ করেছেন সেগুলো ধারাবাহিকভাবে অবাস্তবায়িত থেকে যাচ্ছে। আমাদের কষ্টের, দুর্বলতার দিকটি হলো বাজেট এলে পরে আমরা পরবর্তী বাজেট নিয়ে চিন্তায় পড়ে যাই। গত বাজেটগুলো কী রকম হয়েছে বাস্তবায়ন সেই প্রতিশ্রুতি নিয়ে কেউ একবারও খুলে আলোচনা করেন না।’