এসএমই ঋণে সুদের হার সমস্যা নয় : গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেছেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ঋণের সুদ হার কোনো সমস্যা নয়। এ খাতের উদ্যোক্তারা পর্যাপ্ত জামানতের অভাবে ভুগেন এবং আবেদনের পর ঋণ পেতে দেরি হয়। এটিই হলো এর প্রধান সমস্যা।
আজ রোববার মতিঝিলের মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) প্রথম প্রান্তিকের মধ্যাহ্নভোজ সভায় গভর্নর এসব কথা বলেন।
ফজলে কবির বলেন, এসএমই খাতের ঋণের সুদ হারের বিষয়ে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যাংকগুলোকে নির্দিষ্ট হারে কৃষিঋণ বিতরণের যেমন বাধ্যবাধকতা রয়েছে, তেমনি এসএমই ঋণের জন্যও সুনির্দিষ্ট নির্দেশিকা রয়েছে।
বাংলাদেশ ব্যাংকে গভর্নর বলেন, বর্তমানে ব্যাংকগুলোতে খেলাপি ঋণের হার ১০ দশমিক ৩৪ শতাংশ। এটি খেলাপি ঋণের ক্ষেত্রে উচ্চ হার। এ হার রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে বেশি। এদের খেলাপি ঋণের হার ২০ থেকে ২৫ শতাংশের মধ্যে। এর মধ্যে বেসিক এবং বিডিবিএলের খেলাপি ঋণ বেশি।
অনুষ্ঠানের শুরুতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ঋণে সুদের হার এক অংকে নামিয়ে আনার জন্য কেন্দ্রীয় ব্যাংকের প্রতি আহ্বান জানান এমসিসিআই সভাপতি নিহাদ কবির। তিনি বলেন, এসএমই ঋণের ক্ষেত্রে ব্যাংকগুলো এখনো ১৪ শতাংশ হারে সুদ নিচ্ছে। যা এসএমই উদ্যোক্তাদের টিকে থাকার ক্ষেত্রে বাধা হয়ে দেখা দিচ্ছে। এটি কাম্য না। দেশের অর্থনীতিকে স্থায়ীভাবে শক্তিশালী করতে হলে এ খাতের সুদের হার এক অংকের ঘরে নিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং এমসিসিআইয়ের সাবেক সহসভাপতি আনিস এ খানসহ সংগঠনটির নেতারা উপস্থিত থেকে মতামত উপস্থান করেন।