আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে দেশেও কমবে : প্রতিমন্ত্রী
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বর্তমানের চেয়ে কমলে দেশের বাজারেও আবার তেলের দাম কমানোর চিন্তাভাবনা করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
আজ রোববার সকালে রাজধানীর একটি হোটেলে 'আন্তর্জাতিক জ্বালানি সাশ্রয়ী দিবস' উপলক্ষে মন্ত্রণালয় ও ইনস্টিটিউট ফর পলিসি অ্যাডভোকেসি অ্যান্ড গভর্ন্যান্স আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
সভায় বিদ্যুৎ ও গ্যাসের পরিমিত ব্যবহারের ওপর জোর দেন বক্তারা। সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত হতে জ্বালানি খাতে যেমন আরো অগ্রগতির প্রয়োজন, তেমনি সঠিক ব্যবহার নিশ্চিত করারও তাগিদ দেন বক্তারা।