স্ট্যান্ডার্ড ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড ব্যাংকের উদ্যোক্তা হারুন-অর-রশীদের কাছে এ প্রতিষ্ঠানের দুই কোটি ৬০ লাখ ৪১ হাজার ৮৫০টি শেয়ার রয়েছে। এর মধ্যে ১৭ লাখ শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছেন তিনি। ৩০ কার্যদিবসের মধ্যে এসব শেয়ার বিক্রি করা হবে। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গত এক মাসের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দাম নয় টাকা ৭০ পয়সা ও সর্বোচ্চ ১০ টাকা ৭০ পয়সা। ছয় মাসের মধ্যে সর্বনিম্ন দাম নয় টাকা ও সর্বোচ্চ ১৩ টাকা।
কোম্পানিটি ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য ১৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছে। এ হিসাব বছরে এর মুনাফা হয়েছে ১২১ কোটি ৩৪ লাখ টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) দুই টাকা ১৩ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ১৭ টাকা ৩৪ পয়সা।
সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত (পিই রেশিও) ৯ দশমিক শূন্য ৭।