ব্যাংকিং খাতে ঝোঁক
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার বেশির ভাগ শেয়ারের দাম কমলেও প্রধান মূল্যসূচক ও লেনদেন বেড়েছে। অন্য সূচকগুলো সামান্য কমেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একটি বাদে বাকি সূচকগুলো বাড়লেও লেনদেন কমেছে।
বিনিয়োগকারীদের মধ্যে বিনিয়োগ পুনর্বিন্যাসের প্রবণতা থাকায় বাজারে এই মিশ্রভাব সৃষ্টি হয়েছে। তবে ব্যাংকিং খাতের বেশির ভাগ শেয়ারের দাম বাড়ায় উভয় শেয়ারবাজারে মূল্যসূচকে ইতিবাচক প্রবণতা দেখা গেছে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।
ডিএসইতে আজ লেনদেন হয়েছে ২৫৯ কোটি ৩৫ লাখ ৬১ হাজার টাকা, যা আগের দিনের চেয়ে ১০ কোটি ৬৮ লাখ ৫৩ হাজার টাকা বেশি। মোট লেনদেন হওয়া ৩১০টি সিকিউরিটির মধ্যে দাম বেড়েছে ১২৪টির, কমেছে ১৪৫টির ও অপরিবর্তিত ছিল ৪১টির। আজ ‘এ’ ক্যাটাগরির ১১০টি ইক্যুইটির দাম বেড়েছে।
ডিএসইতে ব্যাংকিং খাতের ৩০টি কোম্পানির মধ্যে দুটির দাম কমেছে, চারটির অপরিবর্তিত ছিল এবং বাকি সব শেয়ারের দাম বেড়েছে। ফলে ডিএসইর প্রধান সূচক পতন থেকে রেহাই পেয়েছে। ডিএসইএক্স ১.৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৮০২ দশমিক ২৭ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ২.৮১ পয়েন্ট ও শরিয়াহ সূচক দশমিক ৫৪ পয়েন্ট কমেছে।
সিএসইতে আজ শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে ২১ কোটি ৪৯ লাখ ৮৯ হাজার টাকার। আগের দিন লেনদেনের পরিমাণ ছিল ২১ কোটি ৫৮ লাখ ৯৯ হাজার টাকা। মোট লেনদেন হওয়া ২২১টি সিকিউরিটির মধ্যে দাম বেড়েছে ৯১টির, কমেছে ১০৭টির ও অপরিবর্তিত ছিল ২৩টির। সিএসইর সার্বিক সূচক বেড়েছে ১৮ পয়েন্ট।
ডিএসইতে টাকার পরিমাণে লেনদেনে এগিয়ে থাকা ১০টি সিকিউরিটি হচ্ছে শাহজিবাজার, সিটি ব্যাংক, ইফাদ অটোস, লাফার্জ সুরমা, মবিল যমুনা, বাংলাদেশ সাব মেরিন ক্যাবল কোম্পানি, সিভিও পেট্রোকেমিক্যাল, অগ্নি সিস্টেমস, বেক্সিমকো লিমিটেড ও আমরা টেকনোলজিস।
দাম বাড়ায় এগিয়ে থাকা ১০টি সিকিউরিটি হচ্ছে ইমাম বাটন, এবি ব্যাংক, এক্সিম ব্যাংক প্রথম মিউচুয়াল ফান্ড, মডার্ন ডায়িং, পদ্মা লাইফ, ট্রাস্ট ব্যাংক, তাকাফুল ইন্স্যুরেন্স, ন্যাশনাল টি, ইউসিবিএল ও আজিজ পাইপস।
অন্যদিকে বেশি দাম হারানো ১০টি সিকিউরিটি হচ্ছে শাহজিবাজার, দুলামিয়া কটন, ফ্যামিলিটেক্স, বাংলাদেশ শিপিং করপোরেশন, মেঘনা পিইটি, জিলবাংলা, আরএকে সিরামিক, ইস্টার্ন ক্যাবল, নিটল ইন্স্যুরেন্স ও মাইডাস ফাইন্যান্স।