দুটি গাড়ি, ৮০০০ বর্গফুট ভূসম্পদের ওপর সারচার্জের প্রস্তাব
সিটি করপোরেশন এলাকায় আট বাজার বর্গফুটের সমান ভূসম্পদ এবং দুটি গাড়ির মালিক হলে তাঁকে করের পাশাপাশি সারচার্জও দিতে হবে বলে আগামী অর্থবছরের বাজেটে প্রস্তাব করা হয়েছে।
সোয়া দুই কোটি টাকার অধিক নিট পরিসম্পদ (প্রদর্শিত সম্পদ) থাকলে ওই ব্যক্তিকে ১০ শতাংশ হারে সারচার্জ প্রদান করতে হবে। বাজেটে বলা হয়েছে, সোয়া দুই কোটি টাকার সম্পদ পর্যন্ত কোনো সারচার্জ দিতে হবে না।
অর্থমন্ত্রী আজকে তাঁর বাজেটে বক্তব্যে উল্লেখ করেন, ‘২ (ক). নিট পরিসম্পদ দুই কোটি ২৫ লাখ টাকার অধিক কিন্তু পাঁচ কোটি টাকার অধিক নয়, বা (খ) করদাতার নিজ নামে দুটি মোটরগাড়ির মালিকানা (গ) কোনো সিটি করপোরেশন এলাকায় করদাতার নামে অট হাজার বর্গফুট বা তার অধিক গৃহ-সম্পত্তির মালিকানা’ থাকলে ১০ শতাংশ হারে সারচার্জ দিতে হবে।
তবে নিট পরিসম্পদ ২০ কোটি টাকার বেশি হলে ৩০ শতাংশ পর্যন্ত সারচার্জ দিতে হবে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৩ মিনিটের দিকে বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী। এর আগে দুপুর ১২টা ৪৭ মিনিটে সংসদ ভবনের অধিবেশন কক্ষে প্রবেশ করেন অর্থমন্ত্রী। এ সময় তাঁর পাশে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দুপুর ১২টা ৫১ মিনিটের দিকে সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে বাজেট উপস্থাপন করার অনুমতি চান। অনুমতির পর তিনি বাজেট উপস্থাপন শুরু করেন। ডিজিটাল পদ্ধতিতে, অর্থাৎ পাওয়ার পয়েন্টের মাধ্যমে বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী। এটি বর্তমান সরকারের দ্বিতীয় মেয়াদের শেষ বাজেট এবং অর্থমন্ত্রীর ব্যক্তিগত ১২তম বাজেট।
চলতি অর্থ বছরের তুলনায় ২৫ শতাংশ আকার বেড়েছে প্রস্তাবিত বাজেটের। এবারের প্রস্তাবিত বাজেটে করমুক্ত আয়ের সীমায় কোনো পরিবর্তন রাখা হয়নি। ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়ের সীমা আড়াই লাখ থাকছে।
আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার প্রায় চার লাখ ৬৪ হাজার ৫০০ কোটি টাকা।
সারচার্জের ব্যাপারে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে বিত্তশালী ব্যক্তি-করদাতাগণের নিকট থেকে নিট পরিসম্পদের ভিত্তিতে সারচার্জ আদায় করা হয়। বেশ কয়েক বছর ধরে বিষয়টি কার্যকর আছে। অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে সমাজে আয় ও সম্পদ বৈষম্য বাড়ার যে ঝুঁকি রয়েছে তা নিয়ন্ত্রণে ব্যক্তি-করদাতার সারচার্জ একটি কার্যকর ভূমিকা রাখছে।
‘এ বছর সারচার্জের ক্ষেত্রে কিছুটা সংস্কার করে নিট পরিসম্পদের ভিত্তিতে সারচার্জ আরোপের পাশাপাশি যাদের নিজ নামে দুটি গাড়ি রয়েছে বা সিটি করপোরেশন এলাকায় মোট আট হাজার বর্গফুট আয়তনের গৃহ-সম্পত্তি রয়েছে তাদেরকে সারচার্জের আওতায় আনার প্রস্তাব করছি।’
অর্থমন্ত্রী আরো বলেন, ‘নিট পরিসম্পদের মূল্যমান ২ কোটি ২৫ লাখ টাকা অতিক্রম করলে ন্যূনতম সারচার্জ তিন হাজার টাকা এবং ১০ কোটি টাকা অতিক্রম করলে ন্যূনতম সারচার্জের পরিমাণ পাঁচ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করছি।’