গ্লাক্সোস্মিথক্লাইনের শেয়ারপ্রতি আয় বেড়েছে ৫১%
ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি গ্লাক্সোস্মিথক্লাইনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ৫১ দশমিক ৩৩ শতাংশ। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৪২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামী ২৩ এপ্রিল বেলা ১১টায় চট্টগ্রামের আগ্রাবাদ হোটেলে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এ-সংশ্লিষ্ট রেকর্ড ডেট আগামী ১২ মার্চ।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৮ টাকা ৬৩ পয়সা ও শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ১৯২ টাকা ৩০ পয়সা। আগের হিসাব বছরে এর কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৫৪ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা, ইপিএস ৪৫ টাকা ৩৫ পয়সা ও শেয়ারপ্রতি এনএভি ১৫৩ টাকা ৬৬ পয়সা। ২০১৩ সালের জন্য কোম্পানিটির পক্ষ থেকে ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হয়েছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গত এক বছরের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দাম এক হাজার ১৫২ টাকা ৭০ পয়সা ও সর্বোচ্চ এক ৭৯৮ টাকা ১০ পয়সা। গতকাল মঙ্গলবার দিন শেষে এর দাম ছিল এক হাজার ৬৮৯ টাকা ৯০ পয়সা। লভ্যাংশ ঘোষণার কারণে আজ এ শেয়ারের দামে ঊর্ধ্বগতি রয়েছে। সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এর দাম-আয় অনুপাত (পিই রেশিও) ২৬ দশমিক ৮৮।