প্রবাসী নারীকর্মীদের নিরাপত্তায় প্রশিক্ষণের বিকল্প নেই : বায়রা
নিরাপদ নারী অভিবাসনে সংশ্লিষ্ট দেশের নিয়মনীতির নিরিখে নারীকর্মীদের উপযোগী করে গড়ে তোলাই কঠিন কাজ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা)-এর সভাপতি আবুল বাসার। তিনি বলেছেন, প্রবাসী নারীকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।
আজ শনিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় বায়রা আয়োজিত ‘নারী অভিবাসনের নিরাপত্তা’ শীর্ষক সেমিনারে আবুল বাসার এ কথা বলেন।
বায়রার সভাপতি আরো বলেন, জনশক্তি রপ্তানি খাতকে আরো সমৃদ্ধ করতে নারীকর্মী পাঠাতে আরো জোর দিতে হবে। এ জন্য তাদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। নারীকর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণের তাগিদ দেন তিনি।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বায়রার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলী হায়দার চৌধুরী।
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্যমতে, দেশের ২৫ লাখের বেশি নারী-পুরুষ বিদেশে কাজ করছেন। এর মধ্যে ১১ শতাংশ বা দুই লাখ ৭৫ হাজার নারী কর্মী রয়েছেন, যাদের বেশির ভাগই গৃহস্থালির কাজের সঙ্গে যুক্ত।