ডিএসইর প্রধান সূচক সাড়ে চার মাসে সর্বনিম্ন
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আজ সোমবার লেনদেন শেষে দাঁড়িয়েছে সাড়ে চার মাসের মধ্যে সর্বনিম্নে। লেনদেন হওয়া ৪৭ শতাংশ শেয়ারের দাম কমেছে। লেনদেন কমেছে ১৯ কোটি টাকা। দেশের অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও (সিএসই) আজ দেখা গেছে একই প্রবণতা।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে আজ লেনদেন শুরুর পর বেলা সোয়া ১১টায় পর্যন্ত ক্রয় চাপ থাকায় সূচক কিছুটা বাড়ে। এ সময় ডিএসইর প্রধান সূচক বেড়ে দাঁড়ায় ৪৭৪৭ পয়েন্টে। তবে এর বিক্রির চাপ বাড়তে থাকে। এতে সূচক কমতে কমতে বেলা ১টা ৪০ মিনিটে দাঁড়ায় ৪৬৯৪ পয়েন্টে। এরপর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ক্রয়াদেশ বাড়ালেও নিম্নগামী প্রবণতা দিয়েই দিনের লেনদেন শেষ হয়।
আস্থা সংকটে আজও বিনিয়োগকারীদের বড় অংশ সিকিউরিটি লেনদেন থেকে বিরত ছিলেন। আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২০৪ কোটি ৩৬ লাখ ৪৩ হাজার টাকা, যা আগের দিনের চেয়ে ১৮ কোটি ৮৮ লাখ ছয় হাজার টাকা। আগের কার্যদিবস লেনদেন হয় ২২৩ কোটি ২৪ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। ডিএসইতে লেনদেন হওয়া ৩০৭টি সিকিউিরটির মধ্যে দাম বেড়েছে ১১১টির, কমেছে ১৪৪টির ও অপরিবর্তিত ছিল ৫২টির।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৭০৮.৩৩ পয়েন্টে, যা গত ৮৫ কার্যদিবস বা সাড়ে চার মাসের মধ্যে সর্বনিম্ন। অন্য দুটি সূচকেও ছিল নিম্নমুখী প্রবণতা।
আজ সিএসইতে লেনদেন হয়েছে ২০ কোটি ২৯ লাখ টাকার সিকিউরিটিজ, যা আগের দিনের চেয়ে তিন কোটি ৩৭ লাখ টাকা কম। মোট লেনদেন হওয়া ২৩১টি সিকিউরিটির মধ্যে দাম বেড়েছে ৭৭টির, কমেছে ১২৫টির ও অপরিবর্তিত ছিল ২৯টির। আজ সিএসইর সার্বিক সূচক ২৬ পয়েন্ট কমে।
ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেনে এগিয়ে থাকা ১০টি সিকিউরিটি হচ্ছে সিএনএ টেক্সটাইল, ব্র্যাক ব্যাংক, গ্রামীণফোন, ন্যাশনাল ফিডস, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, লাফার্জ সুরমা সিমেন্ট, ডেসকো, সামিট অ্যালায়েন্স, শাহজিবাজার ও জিএসপি ফাইন্যান্স।
দাম বাড়ায় এগিয়ে থাকা ১০টি সিকিউরিটি হচ্ছে আনোয়ার গ্যালভাইনাইজিং, এক্সিম ব্যাংক প্রথম মিউচুয়াল ফান্ড, শাহজিবাজার, ফিনিক্স ফাইন্যান্স প্রথম মিউচুয়াল ফান্ড, হা-অয়েল টেক্সটাইল, ফারইস্ট ফাইন্যান্স, সামিট অ্যালায়েন্স পোর্ট, ইস্টার্ন লুব্রিকেন্টস, ম্যারিকো ও আজিজ পাইপস।
বেশি দাম হারানো ১০টি সিকিউরিটি হচ্ছে নর্দার্ন জুট, জিএসপি ফাইন্যান্স, শ্যামপুর সুগার, সিঅ্যান্ডএ টেক্সটাইল, আর্গন ডেনিমস, ন্যাশনাল ফিড, ফিনিক্স ফাইন্যান্স, আইসিবি ইসলামী ব্যাংক, এনসিসি ব্যাংক মিউচুয়াল ফান্ড ও মডার্ন ডায়িং।