মুনাফায় ফিরেছে শাহজিবাজার
চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকে (গত বছরের জুলাই-ডিসেম্বর) কর-পরবর্তী নিট মুনাফায় ফিরেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি শাহজিবাজার পাওয়ার। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৫৭ কোটি ৮২ লাখ ৭০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে চার টাকা ৫৬ পয়সা। সর্বশেষ হিসাব বছরের জন্য ঘোষিত ৫ শতাংশ বোনাস শেয়ার জমা হওয়ার পর ইপিএস দাঁড়াবে চার টাকা ৩৪ পয়সা। তবে আগের হিসাব বছরের প্রথম ছয় মাসে কর-পরবর্তী নিট লোকসান ছিল তিন কোটি ১৩ লাখ ২০ হাজার টাকা ও শেয়ারপ্রতি লোকসান ২৭ পয়সা।
এ হিসাব বছরের অক্টোবর-ডিসেম্বর সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৭ কোটি ৯০ লাখ ৪০ হাজার টাকা ও ইপিএস দুই টাকা ২০ পয়সা। আগের হিসাব বছরের এ তিন মাসে কর-পরবর্তী নিট লোকসান ছিল আট কোটি ৮৭ লাখ টাকা ও শেয়ারপ্রতি লোকসান ৭৮ টাকা।
২০১৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে দিয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, এ হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪৭ কোটি নয় লাখ ২০ হাজার টাকা, ইপিএস চার টাকা ১৩ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ২৮ টাকা ১৭ পয়সা।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ২০১৪ সালের জুলাই মাসে ডিএসইতে তালিকাভুক্তির পর প্রথম কার্যদিবস ৩৬ টাকা ৫০ পয়সা দাম নিয়ে এ শেয়ারের লেনদেন শুরু হয়। কিন্তু দাম অস্বাভাবিক হারে বাড়ায় আগস্টের শুরু থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত এ শেয়ারের লেনদেন বন্ধ থাকে। গত বছরের নভেম্বরে এর দাম আবারও অস্বাভাবিক হারে বেড়ে দাঁড়ায় ৩৩৮ টাকা ৮০ পয়সায়, যা এর সর্বোচ্চ দাম। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ারদরে নিম্নগামী প্রবণতা দেখা গেছে। গতকাল এ শেয়ারের সর্বশেষ দর ছিল ২১৩ টাকা ৯০ পয়সা। গত এক মাসের মধ্যে এর সর্বনিম্ন দর ছিল ১৭০ টাকা ৯০ পয়সা ও সর্বোচ্চ ২৪০ টাকা ১০ পয়সা।
বর্তমানে কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ১৩৩ কোটি ১৪ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ ১২৮ কোটি ৪৯ লাখ টাকা। বাজারে মোট শেয়ার ১৩ কোটি ৩১ লাখ ৩৭ হাজার ৯০০টি; যার মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৭৫ দশমিক ৭১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৫ দশমিক ৫৪ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১৮ দশমিক ৭৫ শতাংশ। সর্বশেষ বার্ষিক আর্থিক প্রতিবেদন ও বাজার দরের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত ৬০ দশমিক ৪২।